X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

দরিদ্রদের তালিকা করা নিয়ে ১৮ কাউন্সিলরের মধ্যে অসন্তোষ

কুমিল্লা প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২০, ১৮:৩৫আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ১৮:৫০

কুমিল্লা করোনাভাইরাস প্রতিরোধে উদ্ভূত পরিস্থিতিতে কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সিটি করপোরেশন থেকে শুধু সদর দক্ষিণ উপজেলার ৯টি ওয়ার্ডের কাউন্সিলরদের এ বিষয়ে জানানো হয়েছে। সদর অংশের বাকি ১৮টি ওয়ার্ড কাউন্সিলররা এ বিষয়ে কিছুই জানেন না বলে অভিযোগ করেছেন। এ নিয়ে তাদের মেধ্য অসন্তোষ দেখা দিয়েছে বলে জানা গেছে। তবে কোনও ওয়ার্ডকেই অগ্রাধিকার দেওয়া হয়নি বলে জানিয়েছেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হক সাক্কু।

একটি সূত্র জানায়, শুকনো খাবার বিতরণের জন্য তালিকা করার বিষয়ে গত ২৫ মার্চ কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয় হতে কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর চিঠি দেওয়া হয়। চিঠিতে কর্মহীন হয়ে পড়া মানুষের তালিকা চাওয়া হয়। এদের মধ্যে ভিক্ষুক, ভবঘুরে, দিনমজুর, রিকশাচালক, ভ্যানচালক, পরিবহন শ্রমিক, রেস্টুরেন্ট শ্রমিক, ফেরিওয়ালা, চায়ের দোকানদারসহ বিভিন্ন পেশার মানুষ আছে।

ওই চিঠির পরিপ্রেক্ষিতে কুসিকের ২৭টি ওয়ার্ডের মধ্যে সদর দক্ষিণ উপজেলার ৯টি ওয়ার্ডের কাউন্সিলরদের কোনও চিঠি ছাড়াই মৌখিকভাবে ৫০০ জনের তালিকা করার নির্দেশ দেন মেয়র মনিরুল হক সাক্কু। তবে সদর অংশের ১৮টি ওয়ার্ডের কোনও তালিকা চাওয়া হয়নি। এতে করে ১৮টি ওযার্ডের ২৪ জন সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর তালিকা করার কোনও চিঠি কিংবা মৌখিক আদেশ পাননি বলে ওই সূত্র জানায়।

এদিকে, একই চিঠি পুনরায় ১ এপ্রিল জেলা প্রশাসকের কার্যালয় হতে সিটি করপোরেশনে পাঠানো হয়। সে চিঠিও কোনও কাউন্সিলরকে দেওয়া হয়নি বলে একটি সূত্র জানিয়েছে।

বিষয়টি নিয়ে ২ নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদুর রহমান মাসুদ বলেন, ‌'একই সিটি করপোরেশনে দুই নীতি। সদর দক্ষিণের ৯টি ওয়ার্ডকে যেভাবে অগ্রাধিকার দেওয়া হলো, তা মানা যায় না। আমার ওয়ার্ডের অনেক মানুষ রয়েছেন, যার দিনে আনেন দিনে খান। বিশেষ করে মফিজাবাদ কলোনির কথা বলবো। ওখানে শতাধিক পরিবার আছে, যাদের বেশির ভাগ নিম্ন আয়ের। তাদের চেয়ে বেশি কেউ অগ্রাধিকার পেতে পারে না। যদি অগ্রাধিকার পেতে হয়, তবে সদরের ওয়ার্ডগুলোকেই প্রাধান্য দেওয়া উচিত। কারণ সদরের ওয়ার্ডগুলোতেই দিনমজুর, রিকশাচালক, ভ্যানগাড়ি চালক, পরিবহন শ্রমিক, রেস্টুরেন্ট শ্রমিক, ফেরিওয়ালা, চায়ের দোকানদার বেশি।'

বিষয়টি নিয়ে সিটি করপোরেশনের প্যানেল মেয়র জমির উদ্দিন খান বলেন, 'ই-মেইলে আমার কাছে একটি তালিকা চেয়েছে। আমি তালিকা দিয়েছি। কেন তালিকা চেয়েছে, কী হবে এই তালিকা দিয়ে তা জানি না।'

বিষয়টি নিয়ে মেয়র মো. মনিরুল হক সাক্কু বলেন, ‌'কোনও ওয়ার্ডকে আসলে অগ্রাধিকার দিইনি। এখানে কুমিল্লা জেলা প্রশাসক থেকে পুরো সিটি করপোরেশনের জন্য তালিকা দেওয়ার জন্য বলা হয়েছে। সে অনুযায়ী ই-মেইলে সব কাউন্সিলরদের তালিকার জন্য বলা হয়েছে। আর সদর দক্ষিণ উপজেলার ওই ৯টি ওয়ার্ডের জন্য বরাদ্দ দেবে। সিটি করপোরেশন থেকে শুধু নিম্ন আয়ের মানুষের জন্য তালিকা চাওয়া হয়েছে। আমরা ওই ৯টি ওয়ার্ডের সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলরদের কাছে তালিকা চেয়েছি। সিটি করপোরেশন থেকে কোনও আলাদা করে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হবে না।'

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ