X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

চমেকে ছাত্রলীগের দু'পক্ষে সংঘর্ষের ঘটনায় একপক্ষের মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ জুলাই ২০২০, ০৩:২৮আপডেট : ১৫ জুলাই ২০২০, ০৩:৩১

চমেক

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ১৬ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) রাতে চমেক ছাত্রলীগের সদস্য খোরশেদুল ইসলাম বাদী হয়ে পাঁচলাইশ থানায় সোমবার রাতে মামলাটি দায়ের করেন।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। মামলায় চমেক হাসপাতাল ছাত্রলীগের সভাপতি, সেক্রেটারি, ছাত্র সংসদের ভিপি, জিএস এজিএস, ইন্টার্ন ডক্টর অ্যাসোশিয়নের আহ্বায়ক, সচিব, ছাত্র সংসদের বেশ কয়েক জন নেতাসহ মোট ১৬ জনকে নাম উল্লেখ পূর্বক আসামি করা হয়েছে বলে তিনি জানান।

এর আগে রবিবার (১২ জুলাই) সকালে সাড়ে ১০ টার দিকে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান। হাসপাতাল পরিচালকের নিকট হাই ফ্লু ন্যাজাল ক্যানুলা হস্তান্তর করে ফিরে আসার সময় পাল্টাপাল্টি স্লোগান দেওয়াকে কেন্দ্র করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ৪ পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

দুই পক্ষের একটি নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী। অন্যপক্ষ শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী। মামলার আসামিরা সবাই আ জ ম নাছির উদ্দিনের অনুসারী বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। 

আবুল কাশেম ভূইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, 'চমেকে সংঘর্ষের ঘটনায় সোমবার রাতে খোরশেদুল ইসলাম নামে একজন বাদী হয়ে মামলা করেছেন। এজাহারে তিনি ১৬ জনের নাম উল্লেখ করেছেন এবং অজ্ঞাত আরও ২০জনকে আসামি করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা তার অভিযোগ মামলা হিসেবে রেকর্ড করেছি। তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

      

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা