X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

সঠিক দাম পাচ্ছেন না মৌসুমি ব্যবসায়ীরা, মূলধন হারানোর শঙ্কা

হিলি প্রতিনিধি
০২ আগস্ট ২০২০, ১৭:৩৫আপডেট : ০২ আগস্ট ২০২০, ১৭:৫৫

সংগ্রহ করা চামড়া আড়তে নিয়ে আসছেন মৌসুমি ব্যবসায়ীরা হিলিতে চামড়া নিয়ে বেকায়দায় পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। গত বছরের তুলনায় এবার আরও কয়েক গুণ কমে চামড়ার কেনাবেচা হচ্ছে। কাঙ্ক্ষিত দাম না পেয়ে লোকসান ও মূলধন হারানোর শঙ্কায় রয়েছেন ব্যবসায়ীরা। এছাড়া দাম না পেয়ে হতাশ বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসা কর্তৃপক্ষ। অপরদিকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বকেয়া টাকা পাননি আড়তদাররা। এবারও ন্যায্যমূল্য পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন তারা।

শনিবার (আগস্ট ১) ঈদের দিন দুপুরের পর থেকেই হিলির চেকপোস্ট সড়কের চামড়াপট্টির দোকানগুলোতে চামড়া আসতে শুরু করে। মৌসুমি ব্যবসায়ীরা উপজেলার বিভিন্ন স্থান থেকে চামড়া কিনে বিক্রির জন্য আনেন আড়তগুলোতে। একইভাবে বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসাগুলো তাদের সংগ্রহ করা চামড়া বিক্রির জন্য আড়তে নিয়ে আসেন।

হিলির সাতকুড়ি ও বোয়ালদাড় গ্রামের মৌসুমি চামড়া ব্যবসায়ী রবিউল ইসলাম ও সিদ্দিক হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, প্রতিবছরই কোরবানির ঈদকে ঘিরে বাড়তি কিছু লাভের আশায় বিভিন্ন স্থান থেকে চামড়া কিনি। এ বছরও আমরা চামড়া কিনেছি। আশা করেছিলাম গত কয়েকবছর ধরে চামড়ার দাম না পেলেও, এবার চামড়ার ভালো দাম পাবো ও লাভবান হবো। চামড়া কেনার আগে আড়তদারদের সঙ্গে কথা বলে একটি দামও নির্ধারণ করা হয়। তবে চামড়া কিনে বিক্রির জন্য আড়তে আনার পর সেই দামে আর মিলছে না।

আড়তে জমছে চামড়া ব্যাবসায়ী রবিউল বলেন, ‘আমরা যে দামে চামড়া কিনেছি সে দামেই বা কমে বিক্রি করতে হচ্ছে। যেখানে একটি গরুর চামড়া সাড়ে তিনশ’ টাকায় কিনে নিয়ে এসেছি, বিক্রির জন্য তার দাম বলছে আড়াইশ’ থেকে তিনশ’ টাকা। এছাড়া সারাদিন ঘুরে ছাগলের ১৯টি চামড়া কিনেছিলাম ১৫০ টাকা দিয়ে। সেগুলো বিক্রি করতে হলো ১০০ টাকায়। এতে করে সারাদিনের শ্রম বিফলে গেলো।’

বোয়ালদাড় মাদ্রাসার শিক্ষক মাওলানা মাসুদ বাংলা ট্রিবিউনকে বলেন, বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় মানুষের দান করা চামড়া বিক্রি করে মাদ্রাসার এতিম ছাত্রদের পড়ালেখা ও খাওয়ার খরচ চালানো হয়। গতবছরে চামড়ার যে দাম পেয়েছিলাম, এবার তার চেয়েও দাম কম। ভালো দাম না পেয়ে আমরা হতাশ হয়ে পড়েছি। এতে মাদ্রাসার ছাত্রদের পড়ালেখা ও খাওয়ার খরচ মেটাতে বিড়ম্বনায় পড়তে হবে।

হিলির চামড়াপট্টির ব্যবসায়ী আমজাদ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, গত বছরের চামড়া বিক্রির আট লাখ টাকা বকেয়া রয়েছে, যা পাইনি। এর পরেও এবার ঈদে চামড়া কিনছি, কিন্তু আমরা চামড়ার ন্যায্যমূল্য পাওয়া নিয়ে শঙ্কায় আছি।। সরকার চামড়ার দাম বেধে দিলেও ট্যানারি মালিকরা আমাদের থেকে সেই দামে চামড়া কিনছেন না। এতে করে লোকসান গুনতে হচ্ছে।

চামড়া সংগ্রহ ও সংরক্ষণে ব্যস্ত মৌসুমি ব্যবসায়ীরা তিনি আরও বলেন, সরকার গরুর চামড়া ২৮ থেকে ৩৫ টাকা রেট দিলেও মহাজনদের কাছে বেচতে গেলে ১৫ থেকে ১৮ টাকা ফুট হিসেবে দাম দিচ্ছেন। এছাড়া যে চামড়া ২০ ফুট হবে, সেই চামড়া ১৫ ফুট হিসেবে দাম দিচ্ছে তারা। গরুর চামড়া পৌনে তিনশ’ থেকে সাড়ে তিনশ’ আর ছাগল ও খাসির চামড়ার দাম ১০টাকা ফুট হিসেবে কেনা হচ্ছে।

তিনি জানান, গরুর চামড়া তিনশ’ থেকে সাড়ে তিনশ’ টাকায় কিনলেও এর সঙ্গে দুইশ’ টাকার খরচ যোগ হয়। এতে পাঁচশ’ থেকে সাড়ে পাঁচশ’ টাকা খরচ আসে। তবে বিক্রি করতে হচ্ছে সাড়ে তিনশ’ থেকে চারশ’ টাকায়। সরকার যদি চামড়ার ওপর সুনজর দিতো, তাহলে চামড়ার বাজার ভালো হতো। সরকার যে কাঁচা চামড়া রফতানির উদ্যোগ নিয়েছিলো, তার সঠিক বাস্তবায়ন হলে ব্যবসায়ীরা লোকসানের হাত থেকে বেঁচে যেতো বলে মন্তব্য করেন তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লেবাননের ইসরায়েলি হামলায় ২ জঙ্গি নিহত
লেবাননের ইসরায়েলি হামলায় ২ জঙ্গি নিহত
হামলার ঘটনায় মামলা করায় এবার বোমা হামলা, আহত ১৫
হামলার ঘটনায় মামলা করায় এবার বোমা হামলা, আহত ১৫
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!