X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

তনু হত্যার বিচারের দাবিতে কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মানববন্ধন

কুমিল্লা প্রতিনিধি
৩০ মার্চ ২০১৬, ১৭:০০আপডেট : ৩০ মার্চ ২০১৬, ১৭:০৪

তনু হত্যার বিচারের দাবিতে কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মানববন্ধন

কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তনু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষক শিক্ষার্থীরা। বুধবার দুপুরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ২৭ মার্চ কুমিল্লা নগরীতে অনুষ্ঠিত সমাবেশে শিক্ষা প্রতিষ্ঠানে এক ঘণ্টা মানববন্ধনের আয়োজন করার জন্য আহ্বান জানিয়েছিলেন গণ জাগরণ মঞ্চের মুখমাত্র ডা. ইমরান এইচ সরকার।

ভিক্টোরিয়া কলেজ তনু মঞ্চে বুধবার দিনব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এছাড়াও ভিক্টোরিয়া কলেজ থিয়েটার তনুর আত্মার মাগফেরাত কামনায় মিলাদ-মাহফিলের আয়োজন করে।

এদিকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে অধ্যয়নরত কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার এলাকার  ছাত্র-ছাত্রীদের উদ্যোগে তনু হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে মিয়াবাজার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় ‘সেনানিবাসে ছাত্রী মরে, সেনারা কি করে?’ ‘আমরা সবাই তনুর ভাই, তনু হত্যার বিচার চাই’ এবং ‘আমার বোন মরলো কেন প্রশাসন জবাব চাই’- এসব স্লোগান দেওয়া হয়। মানববন্ধনে মিয়াবাজার ডিগ্রি কলেজ, মিয়াবাজার লতিফুন্নেসা উচ্চ বিদ্যালয়, বালিকা বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী ছাড়াও রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশ নেয়।

এছাড়া কুমিল্লার তিতাস উপজেলার গৌরীপুর-হোমনা সড়কের গাজীপুর বাস স্টেশনে দুপুর ১২ থেকে এক ঘণ্টা মানববন্ধন করেছে গাজীপুর খান হাইস্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

তনুর নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় মানববন্ধন করেছে ব্রাহ্মণপাড়া উপজেলার আবদুল মতিন খসরু মহিলা কলেজ ও ব্রাহ্মণপাড়া ওশান হাইস্কুল। দুপুরে কুমিল্লা-ব্রাহ্মণপাড়া-মিরপুর সড়কের আবদুল মতিন খসরু মহিলা কলেজের সামনে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন মোশাররফ হোসেন খান চৌধুরী কলেজের অধ্যক্ষ মো. আলতাফ হোসেন, আবদুল মতিন খসরু মহিলা কলেজের অধ্যক্ষ গৌরাঙ্গ চন্দ্র দাস,সহকারী অধ্যাপক আবদুল কুদ্দুসসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

উল্লেখ্য গত ২০ মার্চ রাতে তনুকে সেনানিবাস এলাকায় হত্যা করে দুর্বৃত্তরা। ২১ মার্চ সন্ধ্যায় তনুকে তাদের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার মির্জাপুর গ্রামে দাফন করা হয়। এ বিষয়ে তার পিতা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহকারী ইয়ার হোসেন ২১মার্চ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

/জেবি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা