X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আপত্তিকর ছবি তুলে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৩

রাজশাহী প্রতিনিধি
০১ এপ্রিল ২০১৬, ০৫:২০আপডেট : ০১ এপ্রিল ২০১৬, ০৫:২০

রাজশাহীতে কৌশলে বাড়িতে ডেকে নিয়েগ্রেফতারের প্রতীকী ছবি গিয়ে দুই ব্যক্তির সঙ্গে জোরপূর্বক আপত্তিকর ছবি তুলে মুক্তিপণ আদায়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইয়াসমিন, শাহিন ও রকি নামের তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালিয়া থানার ওসি শাহাদত হোসেন।
জানা গেছে, জমির মামলা সংক্রান্ত কাজে রাজশাহীর আদালতে গিয়েছিলেন বাগমারা উপজেলার মির্জাপুর গ্রামের ইয়ানুস আলী ইনু (৫০) ও সাজুড়িয়া গ্রামের আব্দুল বারিক (৬০)। মামলার কাজ সেরে বুধবার বিকালে বাড়ি ফেরার সময় তারা প্রতারক চক্রের খপ্পরে পড়েন। শাহানাজ (৪৮) নামের এক নারী কৌশলে তাদের বাড়িতে ডেকে নিয়ে যান। বাড়িতে নিয়ে গিয়ে তাদের দুজনকে একটি ঘরে আটকে রেখে তাদের কাছ থেকে নগদ সাড়ে ৫ হাজার টাকা ও দুইটি মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। এরপর ৪/৫ জন যুবক ইয়াসমিন (২০) নামের এক যুবতীকে বিবস্ত্র করে ওই দুই ব্যক্তির সঙ্গে জোরপূর্বক ছবি তোলেন। এ সময় ওই দুই ব্যক্তিকে তারা প্রাণ নাশের হুমকিও দেন। পরে তারা ইনুর মোবাইল থেকে তার পরিবারের সদস্যদের ফোন করে দেড় লাখ টাকা দাবি করেন। সর্বশেষ সন্ধ্যায় তারা ২০ হাজার টাকায় রাজি হয়ে নগরীর কুমারপাড়াস্থ মিম নামের বিকাশের দোকানের নম্বর দেয়। ওই বিকাশ নম্বরে তারা ২০ হাজার টাকা পাওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়।

মামলার বাদী ইয়ানুস আলী ইনু জানান, এলাকার রেজাউল নামের এক ব্যক্তি ৫০০ টাকা দিয়েছিল শিরোইল এলাকার শাহানাজকে পৌঁছে দেওয়ার জন্য। সঙ্গে মোবাইল ফোন নম্বর দেয়। টাকা পৌঁছে দিতে গেলে কৌশলে তাদের একটি বাড়িতে ডেকে নিয়ে একটি ঘরে বন্দি করে এবং আপত্তিকর ছবি তুলে তাদের পরিবারের সদস্যদের কাছ থেকে মুক্তিপণ দাবি করে।

র‌্যাব-৫ এর উপ অধিনায়ক স্কোয়াড্রন লিডার এবিএম মোবাশ্বের জানান, খবর পেয়ে প্রথমে বিকাশের দোকানে অভিযান চালানো হয়। তবে র‌্যাব পৌঁছার কিছুক্ষণ আগেই তারা টাকা তুলে নেয়। টাকা পেয়ে তারা দুই ব্যক্তিকে ছেড়ে দেয়। পরে তাদের সঙ্গে নিয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করা হয়।

এ ব্যাপারে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, তাদের বিরুদ্ধে ইয়ানুস আলী ইনু বাদী হয়ে থানায় মামলা করেছেন। বৃহস্পতিবার বিকেলে গ্রেফতারকৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
একসঙ্গে ৭৩ নেতাকে বহিষ্কার করলো বিএনপি
একসঙ্গে ৭৩ নেতাকে বহিষ্কার করলো বিএনপি
চীনে রুপা জিতে বিশ্বকাপে বাংলাদেশের সুকান্ত ও নয়ন
চীনে রুপা জিতে বিশ্বকাপে বাংলাদেশের সুকান্ত ও নয়ন
বাংলাদেশ ব্যাংকে সংবাদকর্মীদের প্রবেশে বাধা: উদ্বিগ্ন টিআইবি
বাংলাদেশ ব্যাংকে সংবাদকর্মীদের প্রবেশে বাধা: উদ্বিগ্ন টিআইবি
আপাতত গরমেই খেলতে হচ্ছে সাবিনা-সানজিদাদের
আপাতত গরমেই খেলতে হচ্ছে সাবিনা-সানজিদাদের
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন