behind the news
Rehab ad on bangla tribune
 
Vision Refrigerator ad on bangla Tribune

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে খুলনায় ওয়ার্ড বিএনপি’র ৩ নেতা বহিষ্কার

খুলনা প্রতিনিধি২২:৩৮, এপ্রিল ০১, ২০১৬

খুলনাখুলনা মহানগর বিএনপি সদর থানা বিএনপি’র সুপারিশের ভিত্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার কারণে ২৯নং ওয়ার্ড বিএনপির ৩ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শুক্রবার রাতে মহানগর বিএনপির সহ দফতর সম্পাদক সামছুজ্জামান চঞ্চল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বহিষ্কৃতরা হলেন- ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক খুরশিদ আলম কাগজী মিন্টু, ইয়াকুব আলী পলাশ ও মো. নাসিম।
বিজ্ঞপ্তিতে কারণ উল্লেখ করে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে সরকার দলের সঙ্গে ব্যক্তিগত সুবিধা আদায়ের জন্য সখ্যতা, দলীয় কর্মকাণ্ডে জড়িত থেকে সরকার দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ ও ২৯নং ওয়ার্ডের দলীয় নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা ও স্বার্থের বিরুদ্ধে চালিত করায় সদর থানা বিএনপির সুপারিশের ভিত্তিতে ৩ জনকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে কেন তাদের চূড়ান্তভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রের কাছে সুপারিশ করা হবে না তা আগামী ২দিনের মধ্যে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে। মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু ও সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম স্বাক্ষরিত নোটিশের উত্তর দিতে ব্যর্থ হলে গঠনতন্ত্র অনুযায়ী চুড়ান্ত বহিষ্কারের পদক্ষেপ গ্রহণ করা হবে বলে উল্লেখ করা হয়েছে।

/এআর/

Ifad ad on bangla tribune

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ