Vision  ad on bangla Tribune

সিরাজগঞ্জে ট্রাক চাপায় স্কুলছাত্র নিহত, ঘাতক ট্রাকে আগুন

সিরাজগঞ্জ প্রতিনিধি২০:০৪, এপ্রিল ০৫, ২০১৬

সিরাজগঞ্জের বেলকুচিতে ট্রাক চাপায় এক স্কুল ছাত্র নিহত ও আরও দুই স্কুল ছাত্র আহত হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে বেলকুচি উপজেলার মাইঝাইল গ্রামে এই ঘটনাটি ঘটে।

নিহত আলহাজ হোসেন (৭) চর মাইঝাইল গ্রামের আব্দুল মান্নানের ছেলে ও চর মাইঝাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। আহত দুইজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনার অভিযোগে ট্রাকে আগুন দিয়েছে এলাকাবাসী

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বেলা সোয়া বারোটার দিকে স্কুল ছুটি হওয়ার হতাহতরা বাড়ি ফিরছিল। পথে বালুবোঝাই একটি ট্রাক তাদের চাপা দেয়। চালক ট্রাকটি রেখে পালিয়ে গেছে।

এলাকাবাসী আহতদের উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ স্থানীয়রা ট্রাকটিতে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার ব্রিগেডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক চালককে আটকের চেষ্টা চালানো হচ্ছে।

 

/টিএন/

লাইভ

টপ