behind the news
Rehab ad on bangla tribune
 
Vision Refrigerator ad on bangla Tribune

সিরাজগঞ্জে ট্রাক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি২৩:১০, এপ্রিল ০৬, ২০১৬

সিরাজগঞ্জসিরাজগঞ্জে ট্রাকচাপায় এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এসময় ট্রাকের সহকারীসহ দুজন আহত হয়েছেন। সদর থানার পরিদর্শক (তদন্ত) বাসুদেব সিনহা বিষয়টি নিশ্চিত করেন।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয়রা সড়ক অবরোধ করে যানবাহন ভাঙচুর করেছে বলে জানা যায়।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের চণ্ডিদাসগাতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সদর থানার পরিদর্শক (তদন্ত) বাসুদেব সিনহা জানান, অবরোধের কারণে কিছু সময়ের জন্য রাস্তার দুপাশে যানবাহন আটক পড়েছিল। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। ট্রাকটি আটক করা হয়েছে।
নিহত বায়েজিদ (৯) শিয়ালকোল ইউনিয়নের বহুতি চারাবটতলা এলাকার আব্দুল লতিফের ছেলে এবং চণ্ডিদাসগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
এসময় নিহতের আরেক সহপাঠি রাব্বি এবং  ট্রাকের সহকারী মাসুদ (১৮) আহত হয়েছেন। আহতদের সিরাজগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মাসুদের অবস্থা আশঙ্কাজনক।

/এনএস/

Ifad ad on bangla tribune

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ