X
রবিবার, ১২ মে ২০২৪
২৮ বৈশাখ ১৪৩১

বিয়ের পরদিন নিখোঁজ, সপ্তাহখানেক পর মরদেহ মিললো সরিষাক্ষেতে

বগুড়া প্রতিনিধি
০২ মার্চ ২০২৪, ২০:২৪আপডেট : ০২ মার্চ ২০২৪, ২০:২৪

বগুড়ার নন্দীগ্রামে সরিষাক্ষেতে পাওয়া পচন ধরা মরদেহের পরিচয় মিলেছে। রংপুরের পীরগাছার আবদুল্লাহপুর গ্রামের কৃষক মোত্তালিব হোসেন প্রধান (৪০) বিয়ের পরদিন স্ত্রীকে রেখে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিলেন।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের সিংজানি গ্রামের গোয়ালিয়া মাঠের সরিষাক্ষেতে তার মরদেহ পাওয়া যায়।

পুলিশ ও স্বজনরা জানান, কৃষক মোত্তালিব হোসেন প্রধান রংপুরের পীরগাছা উপজেলার আবদুল্লাহপুর গ্রামের গরিব উল্লাহ প্রধানের ছেলে। পুলিশের বিশেষজ্ঞ দল মরদেহের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তার নাম, পরিচয় বের করে। খবর পেয়ে চাচা আবদুস সালাম, নববধূ স্বপ্না খাতুন ও স্বজনরা বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে নন্দীগ্রাম থানায় এসে পরিধেয় জ্যাকেট, শার্ট, লুঙ্গি ও স্যান্ডেল দেখে মরদেহটি শনাক্ত করেন। এর আগে, স্থানীয় গ্রাম পুলিশ লক্ষণ চন্দ্র থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।

মৃতের ভাই আলমগীর হোসেন জানান, বড় ভাই মোত্তালিব হোসেন প্রধান গত ১৮ ফেব্রুয়ারি গাইবান্ধার সাদুল্লাপুরের স্বপ্না খাতুনকে বিয়ে করেন। ওই দিন স্ত্রীকে রংপুরের পীরগাছা উপজেলার আবদুল্লাহপুর গ্রামের বাড়িতে আনেন। পরদিন ১৯ ফেব্রুয়ারি রাতে ঘরে নববধূকে রেখে কাউকে না জানিয়ে তিনি নিরুদ্দেশ হন। এরপর থেকে পরিবারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

তিনি আরও জানান, তার ভাই খুব নিরীহ মানুষ ছিলেন। তাই তার মৃত্যু সম্পর্কে কিছু বলতে পারছেন না। ভাইয়ের সঙ্গে সঙ্গে নববধূ ভাবির জন্য তাদের খুব কষ্ট হচ্ছে।

শনিবার (২ মার্চ) বিকালে নন্দীগ্রাম থানার ওসি আজমগীর হোসেন জানান, মৃত ওই কৃষকের শরীরে আঘাতের কোনও চিহ্ন ছিল না। পরিবার থেকে কেউ কোনও অভিযোগ করছেন না। তাই ময়নাতদন্তের রিপোর্ট পেলেই এটি হত্যা, আত্মহত্যা নাকি স্বাভাবিক মৃত্যু সে ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। মরদেহ স্বজনদের জিম্মায় দেওয়া হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
চট্টগ্রামে নিখোঁজের দুই দিন পর সাগর থেকে মালয়েশিয়ান নাবিকের মরদেহ উদ্ধার
মামার বাসা থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
কথা-কাটাকাটির জেরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক
সর্বশেষ খবর
আজ বিশ্ব মা দিবস
আজ বিশ্ব মা দিবস
মানবতাবিরোধী অপরাধ: আপিল বিভাগে ঝুলে আছে ৫২ মামলার বিচার
মানবতাবিরোধী অপরাধ: আপিল বিভাগে ঝুলে আছে ৫২ মামলার বিচার
ভিসার অপেক্ষায় ২১ হাজার হজযাত্রী
ভিসার অপেক্ষায় ২১ হাজার হজযাত্রী
নিখোঁজ সেলিককে পাওয়া গেলো মিল্টনের আশ্রমে, মা বললেন ‘পেট কেটে ফেলেছে’
নিখোঁজ সেলিককে পাওয়া গেলো মিল্টনের আশ্রমে, মা বললেন ‘পেট কেটে ফেলেছে’
সর্বাধিক পঠিত
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
মান ভাঙলো মিমির, এলো ‘তুফান’র দ্বৈত ঝলক
মান ভাঙলো মিমির, এলো ‘তুফান’র দ্বৈত ঝলক
নেতানিয়াহুর কঠোর সমালোচনা করলো আমিরাত
নেতানিয়াহুর কঠোর সমালোচনা করলো আমিরাত
‘কর্তৃপক্ষের’ আদেশের দায় কার?
‘কর্তৃপক্ষের’ আদেশের দায় কার?
টাকা দিয়ে কেনা সনদের তালিকা পেয়েছি: ডিবি হারুন
টাকা দিয়ে কেনা সনদের তালিকা পেয়েছি: ডিবি হারুন