X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

বগুড়ায় ‘ওলামায়ে মাশায়েখ পরিষদের’ ইফতার মাহফিল থেকে ৯ জন আটক

বগুড়া প্রতিনিধি
১৮ মার্চ ২০২৪, ০০:৫০আপডেট : ১৮ মার্চ ২০২৪, ০০:৫০

বগুড়ায় ওলামায়ে মাশায়েখ পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠান থেকে নাশকতার মামলার আসামি জামায়াত নেতাকর্মী সন্দেহে ৯ জনকে আটক করা হয়েছে। ইফতারের আগে শহরের জলেশ্বরীতলা এলাকায় ‘রেড চিলিস’ নামে একটি রেস্তোরাঁ থেকে তাদের আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। রাত ১০টা পর্যন্ত তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। 

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম জানান, যাচাই-বাছাই শেষে বিস্তারিত জানানো হবে।

পুলিশ ও অন্যান্য সূত্র জানায়, রবিবার রেস্তোরাঁটির পঞ্চম তলায় বগুড়া জেলা পূর্ব ওলামায়ে মাশায়েখ পরিষদের ব্যানারে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। আয়োজক ও আমন্ত্রিত অতিথি ৬০ জনের মধ্যে অধিকাংশই জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। 

এ অনুষ্ঠানে বগুড়া সরকারি মোস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ড. আহমাদুল্লাহ প্রধান অতিথি ছিলেন। ইফতারের আগে গোপনে খবর পেয়ে সদর থানা ও ডিবি পুলিশ সেখানে অভিযান চালিয়ে জামায়াতের সঙ্গে জড়িত ও নাশকতার মামলায় জড়িত সন্দেহে ৯ জন আটক করে।

‘রেড চিলিস’ রেস্তোরাঁর ব্যবস্থাপক আরিফ হোসেন জানান, ওলামায়ে মাশায়েখ পরিষদের নামে ইফতার মাহফিলের জন্য তাদের প্রতিষ্ঠানের পঞ্চমতলায় ভাড়া করা হয়। ইসমাইল হোসেন নামে একজন ইফতারের জন্য বুকিং দিয়েছিলেন। ওই ব্যক্তি নিজেকে বগুড়ার শাজাহানপুরের ডোমনপুকুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে পরিচয় দেন। পুলিশ আসার পর ইফতার মাহফিল ভন্ডুল হয়ে যায়।

সরকারি মোস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ড. আহমাদুল্লাহ সাংবাদিকদের জানান, তিনি বগুড়ায় নতুন এসেছেন। ডোমনপুকুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ ইসমাইল হোসেন তাকে ইফতারের জন্য দাওয়াত করেছিলেন। ওই মাহফিলে মাদ্রাসার অধ্যক্ষ ও শিক্ষকদের থাকার কথা। পরে গিয়ে দেখেন ভিন্ন চিত্র। বিষয়টি নিয়ে তিনি বিব্রত। না জেনে সেখানে যাওয়া তার ঠিক হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

রবিবার রাত ১০টার দিকে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম জানান, ওই ইফতার মাহফিলে বগুড়া ও শাজাহানপুর থানায় নাশকতার মামলায় জড়িত জামায়াত-শিবিরের নেতাকর্মী ছিল। সেখান থেকে ৯ জনকে আটক করে আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই চলছে। সাংবাদিকদের পরে বিস্তারিত জানানো হবে।

ইফতার মাহফিলের আয়োজক বগুড়ার শাজাহানপুরের ডোমনপুকুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ ইসমাইল হোসেনের ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় রাজনীতিতে সক্রিয় কয়েকজন বলছেন, সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা গত ২০২৩ সালের ৭ জুলাই দুপুরে বগুড়া শহরে ওলামা মাশায়েখ পরিষদের ব্যানারে ব্যাপক শোডাউন করেছিলেন। এবারও তারা ইফতার মাহফিলের নামে তাদের শক্তির জানান দিতে ওই হোটেলে সমবেত হয়েছিলেন। পুলিশ টের পাওয়ায় তারা এবার তারা সফল হতে পারেননি।

/ইউএস/
সম্পর্কিত
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
সর্বশেষ খবর
পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে গ্রেফতার ২০
পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে গ্রেফতার ২০
রিভ চ্যাট ভার্সন ৪.০ উন্মোচন
রিভ চ্যাট ভার্সন ৪.০ উন্মোচন
উচ্চশিক্ষার সাম্প্রতিক প্রবণতা
উচ্চশিক্ষার সাম্প্রতিক প্রবণতা
জাপানে ৬.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত
জাপানে ৬.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই