X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

রমজানে তরমুজ কেনা বন্ধ, ৩০ টাকা কেজিতেও নেই ক্রেতা

বগুড়া প্রতিনিধি
২৭ মার্চ ২০২৪, ০২:০৫আপডেট : ২৭ মার্চ ২০২৪, ০২:০৫

বগুড়ার আদমদীঘির সান্তাহারে সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি তরমুজ ৮০-৯০ টাকা থেকে ৩০-৪০ টাকায় নেমেছে। এরপরও ক্রেতা না মেলায় ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

ফল ব্যবসায়ীরা বলছেন, আগে মানুষজন ইফতারিতে তরমুজ রাখতেন। এবার ব্যবসায়ীরা অতিরিক্ত দামে বিক্রি করায় ক্রেতারা কেনা বন্ধ করে দিয়েছেন। তারা মুখ ফিরিয়ে নেওয়ায় বাজার দর পড়ে গেছে। এতে ব্যবসায়ীদের লোকসান হচ্ছে।

সান্তাহারের কয়েকজন তরমুজ ব্যবসায়ী জানান, রমজানের শুরুর দিকে তাপমাত্রা বেশি থাকায় তরমুজের চাহিদা ছিল। এ কারণে মানভেদে প্রতি কেজি ৮০-৯০ টাকায় বিক্রি করেছেন। তখন দোকানগুলোতে ক্রেতাদের ভিড় থাকতো। সপ্তাহখানেক পর আবহাওয়া শীতল হওয়ায় চাহিদা কমে গেছে। ফলে প্রতি কেজি ৫০ টাকায় নেমে আসে। এরপরও ক্রেতা পাওয়া যাচ্ছিল না। এখন ৩০ টাকা কেজি দরে বিক্রি করলেও ক্রেতা মিলছে না। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

মানুষ কেনা বন্ধ করে দেওয়ায় তরমুজের চাহিদা কমে গেছে জানিয়ে সান্তাহার রেলগেটের তরমুজ ব্যবসায়ী রাঙ্গা মিয়া বলেন, পটুয়াখালী থেকে ১০ ব্যবসায়ী নওগাঁয় তরমুজ আমদানি করেন। সেখানকার আড়ত থেকে আমরা পাইকারি দরে কিনে আনি। এরপর রেলগেট এলাকায় খুচরা দরে বিক্রি করি। দাম কমার তিন দিন আগে প্রতি মণ ২৬০০ টাকায় কিনেছি। বেশি লাভের আশায় বেশি কিনেছিলাম। এখন ওই তরমুজের মণ ১২০০ টাকায় বিক্রি করছি। বিক্রি ও দাম কমে যাওয়ায় লোকসান গুণতে হচ্ছে আমাদের।

সান্তাহার রেলগেট এলাকায় তরমুজ কিনতে আসা ওই এলাকার বাসিন্দা মিজানুর রহমান, শহিদুল ইসলাম, শাহজাহান আলী জানান, রোজার প্রথম দিকে মৌসুমি এই ফলের ব্যাপক চাহিদা ছিল। কিন্তু ব্যবসায়ীরা অধিক দামে বিক্রি করায় কেনা বন্ধ করে দেন তারা। প্রতি রোজায় তরমুজ রাখলেও এবার গত ১৫ দিনে এক কেজিও কেনেননি। দাম কমে গেছে শুনে কিনতে এসেছেন আজ। তবে এখনও ব্যবসায়ীরা পিস নয়; কেজি দরেই বিক্রি করছেন। এজন্য ক্রেতা নেই।

সান্তাহার ফল ব্যবসায়ী সমিতির সভাপতি সাগর খান বলেন, রমজানের শুরুতে তরমুজের কেজি ৮০-৯০ টাকা ছিল। বর্তমানে আড়তে আমদানি বেশি ও বাজারে চাহিদা কমে যাওয়ায় সপ্তাহের ব্যবধানে ৩০ টাকায় বিক্রি করতে হচ্ছে। এতে লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের।

দাম কমে যাওয়ার কারণ প্রসঙ্গে সাগর খান বলেন, এবার রোজার শুরুতে দাম বেড়ে যাওয়ায় মুখ ফিরিয়ে নিয়েছেন মানুষজন। ফলে বাজারে ধস নেমেছে।

/এএম/এসএইচএম/
সম্পর্কিত
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
এক জেলায় দুই হাজার কোটি টাকার তরমুজ উৎপাদন
দাম না পাওয়ায় বরিশালে কমেছে তরমুজ চাষ
সর্বশেষ খবর
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শেখ জামালের জন্মদিন আজ
শেখ জামালের জন্মদিন আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু