X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

বরই পাড়তে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি
২২ মার্চ ২০২৪, ১১:২৪আপডেট : ২২ মার্চ ২০২৪, ১১:৪৩

ঠাকুরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের চন্ডিপুর গ্রামে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ।

নিহতরা হলো চন্ডিপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ রাজু (১২) এবং একই গ্রামের ইদ্রিস আলীর ছেলে কাওসার আলী (৭)। তারা সম্পর্কে চাচাতো ভাই বলে জানায় প্রতিবেশীরা।

পুলিশ ও স্বজনরা জানায়, বৃহস্পতিবার দুপুরে রাজু ও কাওসার বাড়ির পাশে খেলা করছিল। পরে তারা পুকুরের পাশে গাছ থেকে বরই পাড়তে যায়। এ সময় কাওসার পানিতে পড়ে গেলে রাজু তাকে বাঁচাতে যায়। একপর্যায়ে দুজনই পুকুরের পানিতে তলিয়ে যায়। প্রতিবেশী কয়েকজন তাদের বাঁচাতে পানিতে ঝাঁপিয়ে পড়ে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু তারা সন্ধান পাননি। খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে রাজু ও কাওসারকে উদ্ধার করে। পরে দুজনকে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সিরাজুল ইসলাম বলেন, ‘শিশু দুটিকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।’

কাওসারের বাবা ইদ্রিস আলী প্রথম বলেন, ‘রাজু স্থানীয় চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে আর কাওসার ব্র্যাক স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়তো। তাদের দুজনের মধ্যে খুবই ভাব ছিল। সব সময় একসঙ্গে চলাফেরা করতো। একসঙ্গে দুজন এভাবে মারা যাবে কখনও ভাবিনি।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, ‘এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
বিডি নিউজের প্রধান সম্পাদকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিলেছে, চার্জশিট দাখিল
নিখোঁজের দুই দিন পর মেঘনায় মিললো যুবকের মরদেহ
কোটালীপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা
সর্বশেষ খবর
এপি'র সাংবাদিককে গ্রেফতার করলো রাশিয়া
এপি'র সাংবাদিককে গ্রেফতার করলো রাশিয়া
পূর্বাচল-ঝিলমিল বসবাসের উপযোগী না হওয়ায় সংসদীয় কমিটির অসন্তোষ
পূর্বাচল-ঝিলমিল বসবাসের উপযোগী না হওয়ায় সংসদীয় কমিটির অসন্তোষ
শিক্ষা খাতে বাজেটের যথাযথ ব্যবহারের ওপর জোর দিতে হবে: শিক্ষামন্ত্রী
শিক্ষা খাতে বাজেটের যথাযথ ব্যবহারের ওপর জোর দিতে হবে: শিক্ষামন্ত্রী
নিগারের একার লড়াই বৃথা গেলো, হারে শুরু বাংলাদেশের
বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি সিরিজনিগারের একার লড়াই বৃথা গেলো, হারে শুরু বাংলাদেশের
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে