X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

মোবাইল দিয়ে ইউপি সচিবের মাথা ফাটিয়ে দিলেন চেয়ারম্যান

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৬ মার্চ ২০২৪, ১৩:৫৮আপডেট : ২৬ মার্চ ২০২৪, ১৪:০৭

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের চেয়ারম্যানের আঘাতে সচিবের মাথা ফেটেছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে স্থানীয় থানায় মঙ্গলবার (২৬ মার্চ) অভিযোগ করেছেন ওই সচিব।

অভিযোগ থেকে জানা গেছে, নিয়ম বহির্ভূতভাবে সরকারি রাজস্ব আদায়ের (চৌকিদারি ট্যাক্স) নগদ টাকা না দেওয়ায় ইউপি সচিব দবিরুল ইসলামকে (৩৮) মোবাইল দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দিয়েছেন চেয়ারম্যান আব্দুল বারী। 

প্রত্যক্ষদর্শী ও অভিযোগকারী সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে উপজেলার নন্দুয়ার ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল বারী ওই সচিবের কাছে সরকারি রাজস্ব আদায়ের টাকা সরাসরি চেকের মাধ্যমে চান। সচিব দবিরুল ইসলাম অ্যাকাউন্ট পে চেক দিতে চান। কিন্তু ইউপি চেয়ারম্যান নিয়মবহির্ভূতভাবে টাকা চান সচিবের কাছে। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে চেয়ারম্যান তার হাতে থাকা মোবাইল দিয়ে সচিবের মাথায় আঘাত করলে মাথা ফেটে যায়। স্থানীয়রা ইউপি সচিবকে উদ্ধার করে রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন ।

এ বিষয়ে ইউপি সচিব দবিরুল ইসলাম বলেন, চেয়ারম্যান আমার কাছে নিয়মবহির্ভূতভাবে বেয়ারার চেকের মাধ্যমে টাকা চান। আমি সরকারি নিয়মে অ্যাকাউন্ট পে চেক দিতে চাইলে চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে মোবাইল দিয়ে আমার মাথায় আঘাত করেন। এতে মাথা ফেটে যায়। আমি এর বিচার চাই।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আব্দুল বারী বলেন, মেম্বারদের বেতন দেওয়ার জন্য সচিবের কাছে চেক চাই। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে সচিবের মাথায় সামান্য আঘাত লেগেছে। তবে এটা দ্রুত সমাধান হয়ে যাবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান এ বিষয়ে বলেন, বিষয়টি শুনেছি। ইউনিয়ন সচিব থানায় একটি লিখিত অভিযোগ করেছে সেটির বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ওসিকে বলা হয়েছে।

রাণীশংকৈল থানার ওসি সোহেল রানা বলেন, নন্দুয়ার ইউপি সচিব একজনকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাঁচতে হলে জানতে হবে
বাঁচতে হলে জানতে হবে
ইইউ দেশগুলোর সম্পর্ক জোরদারে মে মাসে জার্মানি সফরে যাচ্ছেন ম্যাক্রোঁ
ইইউ দেশগুলোর সম্পর্ক জোরদারে মে মাসে জার্মানি সফরে যাচ্ছেন ম্যাক্রোঁ
টিফিনের টাকা জমিয়ে দুই হাজার পথচারীকে স্যালাইন-পানি দিলেন ৫ শিক্ষার্থী
টিফিনের টাকা জমিয়ে দুই হাজার পথচারীকে স্যালাইন-পানি দিলেন ৫ শিক্ষার্থী
রাজনীতি ঠিক না হলে অর্থনীতি ঠিক হবে না: সালেহউদ্দিন আহমেদ
রাজনীতি ঠিক না হলে অর্থনীতি ঠিক হবে না: সালেহউদ্দিন আহমেদ
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু