X
শনিবার, ১১ মে ২০২৪
২৮ বৈশাখ ১৪৩১

ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরার পথে প্রাণ গেলো ২ জনের

রংপুর প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২৪, ১১:৩২আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ১১:৩২

রংপুর নগরীর মাহিগঞ্জ থানার কলোনিপাড়া মোড়ে বাসচাপায় অটোরিকশার তিন জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুই জন। তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (৩ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাউনিয়া উপজেলার পূর্ব চানপাড়া গ্রামের ফয়জুর রহমানের ছেলে শিক্ষার্থী নাহিদ (১৮), একই উপজেলার মাদ্রাসা শিক্ষার্থী শিক্ষার্থী হাফেজ জনু ইসলাম জয় (১৪) ও অটোচালক রবিউল ইসলাম (৩২)।

দুই শিক্ষার্থীর স্বজনরা জানিয়েছেন, ঈদ উপলক্ষে রংপুর নগরীতে কাপড়, জুতাসহ অন্যান্য সামগ্রী কিনে তারা অটোরিকশায় বাড়িতে ফিরছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী নাইট কোচ নাবিল পরিবহন রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের মাহিগঞ্জ কলোনিপাড়া এলাকায় অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নাহিদ নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত চার জনকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে শিক্ষার্থী জনু ইসলাম ও অটোরিকশাচালক রবিউল ইসলাম মারা যান।

হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসক শাকিল বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শিক্ষার্থী নাহিদের ভাই চাচাতো আবু তোয়েব জানান, সন্ধ্যায় নাহিদ তার বন্ধুসহ ঈদের কেনাকাটা করতে রংপুরে এসেছিলেন। 
প্রত্যক্ষদর্শী মোস্তফা জানান, নাবিল পরিবহনের বাসটি বেপরোয়াভাবে চালিয়ে আসছিল। অটোরিকশাটিকে কাটিয়ে যাওয়ার সময় ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি অটোরিকশাকে চাপা দেওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।

রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার ওসি রওশন কবির বলেন, চালক ও হেলপারকে আটক করা সম্ভব না হলেও বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এফআর/
সম্পর্কিত
বিআরটিএর প্রতিবেদনএপ্রিলে সড়কে ঝরেছে ৬৩২ প্রাণ
ঘুম চোখে ট্রাক উঠিয়ে দিলেন চা দোকানে, প্রাণ গেলো ২ জনের
এক মোটরসাইকেলে ৩ ব্যবসায়ী, কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেলো দুজনের
সর্বশেষ খবর
নতুন তিন সঞ্চালন লাইন চালু, বাড়বে গ্রিডের সক্ষমতা
নতুন তিন সঞ্চালন লাইন চালু, বাড়বে গ্রিডের সক্ষমতা
‘রিভার্স কন্ডিশনিং’ কি চুলের জন্য ভালো?
‘রিভার্স কন্ডিশনিং’ কি চুলের জন্য ভালো?
বুনো হাতির পায়ে পিষ্ট হয়ে ১০ বছরে ৩৪ জনের মৃত্যু
বুনো হাতির পায়ে পিষ্ট হয়ে ১০ বছরে ৩৪ জনের মৃত্যু
কুয়েতে রাজনৈতিক অস্থিতিশীলতা, পার্লামেন্ট ভেঙে দিলেন আমির
কুয়েতে রাজনৈতিক অস্থিতিশীলতা, পার্লামেন্ট ভেঙে দিলেন আমির
সর্বাধিক পঠিত
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
নেতানিয়াহুর কঠোর সমালোচনা করলো আমিরাত
নেতানিয়াহুর কঠোর সমালোচনা করলো আমিরাত
মান ভাঙলো মিমির, এলো ‘তুফান’র দ্বৈত ঝলক
মান ভাঙলো মিমির, এলো ‘তুফান’র দ্বৈত ঝলক