X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি

রংপুর প্রতিনিধি 
১৫ এপ্রিল ২০২৪, ২০:৩১আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ২০:৩১

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ইমাম আফ্রিদির। পরীক্ষার প্রস্তুতিতে যেন ব্যাঘাত না ঘটে, সেজন্য ক্যাম্পাস ছেড়ে ঈদের ছুটিতে বাড়ি যাননি। ক্যাম্পাসেই ঈদ করলেন। পরীক্ষা শেষে বাড়িতে যাওয়ার কথা ছিল। শেষ পর্যন্ত স্বপ্নপূরণ হলো না। পহেলা বৈশাখ উপলক্ষে বিভাগের বড় ভাইয়ের বাড়ি রংপুর থেকে কাছে হওয়ায় তার দাওয়াতে স্বল্প সময়ের জন্য গিয়েছিলেন। রাতে খেয়ে ঘুমিয়ে পড়লেন ঠিকই, কিন্তু আর উঠলেন না। চলে গেলেন না ফেরার দেশে। 

পীরগঞ্জে বিভাগের বড় ভাইয়ের বাড়িতে রবিবার রাতের খাবার খেয়ে ঘুমানোর পর সোমবার (১৫ এপ্রিল) সকাল পর্যন্ত ঘুম না ভাঙায় স্থানীয় চিকিৎসক ডাকা হলে তিনি এসে আফ্রিদিকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হার্টঅ্যাটাকে মৃত্যু হয়েছে। ইমাম আফ্রিদি আগুন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের ১১তম আবর্তনের শিক্ষার্থী। তার বাড়ি যশোরের বাঘাপাড়ায়।

সহপাঠী ও বিভাগের অন্যান্য শিক্ষার্থী জানান, রবিবার বিভাগের ১০ম আবর্তনের শিক্ষার্থী সৌখিনের বাড়ি পীরগঞ্জের রাজারামপুরে দাওয়াতে গিয়েছিলেন আফ্রিদি। সেখানে খাওয়া-দাওয়া শেষে স্থানীয় দর্শনীয় জায়গা ঘুরে রাতে তাদের বাড়িতেই অবস্থান করেন। সৌখিনসহ আজ তার ক্যাম্পাসে ফেরার কথা ছিল। 

সৌখিন বলেন, ‘আফ্রিদির সঙ্গে আমার অনেক ভালো সম্পর্ক। ঈদে বাড়িতে না যাওয়ায় তাকে আমাদের বাড়িতে ঈদ করতে বলি। কিন্তু সে বিসিএস পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নেবে বলে জানায়। পরে আমি যেদিন ক্যাম্পাসে ফিরব এর আগের দিন তাকে জানালে সে আসবে বলে জানায়। যাতে পরদিন আমরা একসঙ্গে ক্যাম্পাসে ফিরতে পারি। রবিবার বিকাল ৫টার দিকে আফ্রিদি আমাদের বাড়িতে আসে। খাওয়া-দাওয়া করে একটু আশপাশের জায়গায় ঘোরাঘুরি করি। রাতে খাওয়া-দাওয়া শেষে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিয়ে গল্প করে রাত ১টার দিকে ঘুমিয়ে পড়ি। সকালে খাওয়ার জন্য ডাকতে গেলে সাড়াশব্দ না পেয়ে বাড়ির লোকজনকে ডাকি। পরে পাড়ার এক গ্রাম্য ডাক্তারকে ডেকে আনলে দেখার পর মারা গেছে বলে জানান।’ 

এদিকে, আফ্রিদির মৃত্যুতে ক্যাম্পাসজুড়ে শোকের ছায়া নেমেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. শরিফুল ইসলাম বলেন, ‘আফ্রিদি রবিবার তার বিভাগের বড় ভাইয়ের বাড়িতে গিয়েছিল। সেখানে খাওয়া-দাওয়া, ঘোরাফেরা শেষে রাতে ঘুমায়। সকালে ঘুম থেকে তোলা যায়নি। লাশ স্বজনদের বুঝিয়ে দিয়েছে পুলিশ। একজন মেধাবী শিক্ষার্থীর এমন মৃত্যুতে আমরা ব্যথিত ও শোকাহত। তার আত্মার মাগফিরাত কামনা করছি।’

পীরগঞ্জ থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ঘটনাটিকে আমাদের কাছে স্বাভাবিক মৃত্যু বলেই মনে হয়েছে। তাই ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
প্রবীণ সাংবাদিক জিয়াউল হকের মৃত্যু
মহিলা দলের নেত্রী আসমা আজিজের বাবা মারা গেছেন
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে