X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

প্রথম দেখায় প্রেম, অতঃপর…

বিনোদন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:০৩আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ২০:১১

গ্রামের সাধারণ এক মেয়ে জবা। সারা দিন নানা দস্যিপনায় মেতে থাকে। একদিন ঘুড়ি হাতে দৌড়াচ্ছিল, এমন সময় এক যুবকের সঙ্গে ধাক্কা। সেই যুবক সজীব সেদিনই গ্রামে আসে। ধাক্কার ফলে সজীবের সাদা শার্ট ভরে যায় জবার হাতের মেহেদীতে। কিন্তু কিছুই বলেন না সজীব; কারণ ততক্ষণে জবার সৌন্দর্য আর চঞ্চলতায় মুগ্ধ সে। সোজা কথায়, প্রথম দেখায় প্রেম।

এরপর নানান ঘটনায় তাদের মধ্যে সখ্য হয়, গড়ে ওঠে প্রেম। কিন্তু সেই প্রেমের মাঝে আচমকা এক ঝড় আসে। যা সব কিছু ওলট-পালট করে দেয়। কী সেই ঝড়? আর ওই ঝড় মোকাবিলা করে সজীব-জবা কি প্রেমের পরিণতি দেখতে পারবে? সেসব জানা যাবে ‘মন পাখি’ নাটকে। কারণ উল্লেখিত ঘটনাপ্রবাহ সেই নাটকেরই গল্পাংশ।

নাটকটি পরিচালনা করেছেন এস আর মজুমদার। এতে সজীব ও জবার ভূমিকায় অভিনয় করেছেন শাহেদ শাহরিয়ার ও মোনালিসা। দুজনেই নবীন শিল্পী। এছাড়াও আছেন মাসুম বাসার, কাঞ্চন, পারভেজ সুমন, অনিতা আকিল প্রমুখ।

নির্মাতা বলেন, ‘গল্পটা প্রেমের। নিরেট ভালোবাসার গল্পে একটা নতুন জুটিকে দেখতে পাবেন দর্শক। দুজনেই তাদের জায়গা থেকে বেশ ভালো করেছে। আমাদের ইন্ডাস্ট্রিতে আরও নতুন শিল্পী দরকার। এখন যথেষ্ট কাজের সুযোগ আছে। তাই শাহেদ ও মোনালিসাকে নিয়ে কাজটি করেছি। আমার বিশ্বাস, তারা এই নাটকের মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নেবে।’

রবিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় এটি টেন অন টেন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে।

নাটকের লিংক:

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
বিনোদন বিভাগের সর্বশেষ
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
একসঙ্গে এই অভিনেতারা...
একসঙ্গে এই অভিনেতারা...
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…