X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

দেশে নতুন মিউজিক প্ল্যাটফর্ম, শুরুতেই ‘বৈশাখী ঝড়’

বিনোদন রিপোর্ট
১৩ এপ্রিল ২০২৪, ১৫:০৫আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ২২:৪৬

সংগীত বাজারের রূপ পাল্টাচ্ছে ক্রমশ, ধাপে ধাপে। ক্যাসেট, সিডির ধাপ পেরিয়ে এখন আধুনিক, অন্তর্জালে চলছে গান বাণিজ্য। ইউটিউবের পাশাপাশি প্রতিষ্ঠা পাচ্ছে বিভিন্ন অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম। সেই ধারাবাহিকতায় দেশে আরও একটি প্ল্যাটফর্ম আসছে। নাম ‘দোতারা’।

নতুন একটি গান প্রকাশের মাধ্যমে তাদের যাত্রা হচ্ছে। সেই গানের শিরোনাম ‘বৈশাখী ঝড়’। গেয়েছেন কোক স্টুডিও বাংলার ‘নাসেক নাসেক’ খ্যাত অনিমেষ রায়। রবিবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখের ভোরে গানটি প্রকাশ করা হবে। অন্তর্জালে প্রকাশের এই প্রক্রিয়াকে ‘সফট লঞ্চ’ বলছেন কর্তৃপক্ষ। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির আত্মপ্রকাশ হবে।

গায়ক অনিমেষ রায় বললেন, ‘দোতারার মতো একটা অডিও মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম খুব দরকার ছিল বাংলা গানের জন্য। দোতারা আমাদের সংগীতকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে আমার বিশ্বাস। ভালো লাগছে বাংলা নববর্ষে আমার গান দিয়ে প্ল্যাটফর্মটির যাত্রা শুরু হচ্ছে জেনে।'

‘দোতারা’ পুরোপুরি মিউজিক নির্ভর স্ট্রিমিং প্ল্যাটফর্ম। যেটার অ্যাপ ও ওয়েব দুটি ভার্সনই থাকছে। এটি কেবল বাংলা গান নিয়ে কাজ করবে। অ্যান্ড্রয়েড ও অ্যাপল দুই ভার্সনের গ্রাহকরা এখান থেকে গান উপভোগ করতে পারবেন।

‘দোতারা’র প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এনামুল কবির সুজন বলেন, ‘বাংলা অডিও গানে এখন এক ধরনের খরা চলছে। চারদিকে ভিডিও স্ট্রিমিং নিয়ে মাতামাতি। গান যে দেখার বিষয় নয়, মন দিয় শোনার বিষয়, সেটাই বেমালুম ভুলে যাচ্ছি সবাই। আমি বিশ্বাস করি মানুষ ভালো গান শোনেন, শুনবেন। সেই বিশ্বাস এবং গানের প্রতি কমিটমেন্ট থেকেই এই উদ্যোগ নিয়েছি।’

জানা গেছে, অনিমেষের পর পর্যায়ক্রমে দোতারায় প্রকাশ পাবে আসিফ আকবর, আঁখি আলমগীর, রেহান রসুল, জয় শাহরিয়ার, সালমা, লায়লা, তশিবা ও পশ্চিমবঙ্গের ইমন চক্রবর্তীসহ জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে নতুন ও পুরোনো অসংখ্য গান।

উদ্বোধনী গান হিসেবে ‘বৈশাখী ঝড়’ শোনা যাবে ফ্রি। তবে এরপরের গানগুলো নির্ধারিত সাবস্ক্রিপশন দিয়ে শুনতে হবে।

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
সমালোচনায় কোক স্টুডিও বাংলার নতুন গান
সমালোচনায় কোক স্টুডিও বাংলার নতুন গান
‘নাসেক নাসেক’ খ্যাত অনিমেষ ফের কোক স্টুডিওতে
‘নাসেক নাসেক’ খ্যাত অনিমেষ ফের কোক স্টুডিওতে
‘নাসেক নাসেক’ অনিমেষের সিনেমায় অভিষেক
‘নাসেক নাসেক’ অনিমেষের সিনেমায় অভিষেক
বিনোদন বিভাগের সর্বশেষ
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
থ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
এ সপ্তাহের ছবিথ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার