X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বিয়ে করেছেন নির্ঝর-অপি করিম

মাহমুদ মানজুর ও ওয়ালিউল মুক্তা
২১ জুলাই ২০১৬, ১৫:৩৮আপডেট : ২৪ জুলাই ২০১৬, ১৮:২১

নির্ঝর-অপি। নির্মাতা এনামুল করিম নির্ঝর এবং অভিনেত্রী অপি করিম। এই পরিচয়ের বাইরেও দুজনে মূলত স্থপতি। এবার তারা গাঁটছড়া বাঁধলেন; আবদ্ধ হলেন বিয়ে বন্ধনে।

বাংলা ট্রিবিউন অনুসন্ধানে জানা গেছে, ঈদের দিন (৭ জুলাই) বিয়ের আনুষ্ঠানিকতা হয় খুব গোপনে। যেখানে উপস্থিত ছিলেন নির্ঝরের বোন-দুলাভাইসহ কাছের আরও দু-একজন। বিয়ের বিষয়টি নির্ঝরের কাছের বেশ কয়েকজন নিশ্চিত করেছেন। জানিয়েছেন, গেল ৭ জুলাই দুপুরে নির্ঝর-অপি তাৎক্ষণিকভাবে বিয়ের সিদ্ধান্ত নেন। এবং সেদিনই এশার নামাজের পর ধানমণ্ডির একটি মসজিদের অফিস কক্ষে কাজীর উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এদিকে, এমন সুখবরের বিষয়ে তাদের দু’জনের একজনেরও মন্তব্য পাওয়া যায়নি। কারণ, দুজনেই আজ (বৃহস্পতিবার) সকালে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। মুঠোফোন বন্ধ, ফেসবুক-ভাইবারে যোগাযোগ করেও তাদের কোনও সাড়া পাওয়া যায়নি।

জানা যায়, পরিচালক এবং অভিনেত্রী হিসেবে নয়, নির্ঝর-অপির সম্পর্ক গড়ে ওঠে স্থাপত্য শিল্পকে কেন্দ্র করে। গত সাত মাসে সেই সম্পর্ক পরিণয়ে গড়ায়।

সূত্র বলছে, বিয়ের পরপরই অপি করিম স্বামী নির্ঝরের বাসায় সংসার গুছিয়েছেন। আপাতত পরিকল্পনা নেই কোনও আনুষ্ঠানিকতারও।

উল্লেখ্য, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ‘আহা!’ চলচ্চিত্রের নির্মাতা এনামুল করিম নির্ঝরের এটা তৃতীয় বিয়ে। ২০১১ সালের ৩ এপ্রিল মডেল তানজিকার সঙ্গে তার দ্বিতীয় বিয়ে হয়। নির্ঝরের প্রথম পক্ষে রুদ্র নামের পুত্রসন্তান আছে।

আর ২০০৭ সালের ২৭ অক্টোবর সম্পূর্ণ পারিবারিক পছন্দে অপির বিয়ে হয়েছিল জাপান প্রবাসী ড. আসির আহমেদের সঙ্গে। তার সঙ্গে বিচ্ছেদের পর ২০১১ সালে ফের বিয়ে করেন নাট্যনির্মাতা মাসুদ হাসান উজ্জলকে। অপিরও এটি তৃতীয় বিয়ে।

/এম-এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!