X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

থিয়েটারে স্টান্টবাজির অবসান হোক

মামুনুর রশীদ
২৪ জুলাই ২০১৬, ১৬:৩৩আপডেট : ২৫ জুলাই ২০১৬, ১৪:১৪

গত ২০ জুলাই শিল্পকলা একাডেমির একটি ঘটনার পরিপ্রেক্ষিতে কয়েকজন নাট্যকর্মী আমার নামে বিভিন্ন বক্তব্য, কুৎসা রটনা ও মিথ্যাচার করে বেড়াচ্ছে। ঐদিন সন্ধ্যা ৬টায় শিল্পকলা একাডেমির মহাপরিচালকের সঙ্গে ডিরেক্টরস গিল্ডের অনুষ্ঠিতব্য সম্মেলনের বিষয়ে আমার সভা ছিল। শিল্পকলা একাডেমির মূল গেট দিয়ে ঢোকার সময় পুলিশ এবং র‌্যাব কর্তৃক বাধাপ্রাপ্ত হই এবং বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করি। আমি গাড়ি থেকে নেমে যাই এবং পাশাপাশি আরেকটি গাড়ি থেকে অভিনেতা জাহিদ হাসান নেমে আসেন।

মামুনুর রশীদ। আমাকে দেখে একাডেমির একজন নিরাপত্তা অফিসার দৌড়ে আসেন। তিনি অভিযোগের সুরে জানান যে, ‘আরণ্যকের ছেলেরা গোলমাল করছে, সেজন্য সকল গেট বন্ধ করা হয়েছে।’ তখন আমি বুঝতে পারি এ আসলে ‘তীরন্দাজ’ নাট্যদলের নাট্যকর্মীদের ব্যাপার। ঐ নিরাপত্তা অফিসার দীপক সুমন ও মিতালী দাশকে ‘আরণ্যক’-এর কর্মী হিসেবেই চেনেন। চেনার সঙ্গত কারণও আছে, কারণ তারা ‘আরণ্যক নাট্যদল’-এর প্রাক্তন বহিষ্কৃত সদস্য। এখন পর্যন্ত ‘তীরন্দাজ’-এর স্বাক্ষর তাদের গায়ে লাগেনি- এটা লাগতে সময় লাগে।
যাই হোক, আমি মহাপরিচালকের অফিসের দিকে এগিয়ে যাই এবং দেখতে পাই দীপক সুমন মহাপরিচালকের অফিসের লাউঞ্জে উত্তেজিতভাবে কথা বলছে। আমি বিষয়টি বুঝতে চেষ্টা করি- কারণ দীপক সুমন টেলিফোনে আমাকে জানিয়েছিলো-শিল্পকলা একাডেমির নাট্যমঞ্চে আনু মুহাম্মদের নির্ধারিত ‘বাহাস’ করতে দেবে না। প্রত্যুত্তরে দীপক সুমন একাডেমির সচিবকে জানিয়ে দেয়- বাহাস আয়োজন সে করবেই, পারলে যেন শিল্পকলা ‘ঠ্যাকায়’।
তারপর ‘তীরন্দাজ’ ও ‘শিল্পকলা একাডেমি’র মধ্যে যথেষ্ট বাকবিতণ্ডা হয়ে গেছে। আমার সামনাসামনি  হতেই দীপক সুমন অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ ভঙ্গিতে প্রায় অপ্রাসঙ্গিকভাবে আমাকে সরাসরি জিজ্ঞেস করে বসলো- ‘আরণ্যক শ্রেণী সংগ্রামের কথা বলে, জসিম উদ্দিন মণ্ডলকে দিয়ে বক্তৃতা দেওয়ায়...অথচ আমরা থিয়েটারের মঞ্চে বাহাসের আয়োজন করলেই বাধা আসবে কেনো?’- ইত্যাদি ইত্যাদি।

প্রত্যুত্তরে আমি বলি, ‘জসিম উদ্দিন মণ্ডলকে দিয়ে নাটকের আগে কখনও বক্তৃতা দেওয়া হয়নি। কোনও মঞ্চেই নয়। সেটা আমরা করি শহীদ মিনারে- মে দিবসে। নাট্যমঞ্চ বাহাসের জায়গা নয়। এ-ও বলি, সুন্দরবন নিয়ে আনু মুহাম্মদ কথা বলবেন- যোগ্য ব্যক্তি হিসেবেই বলবেন। কিন্তু তার জন্য আলাদা জায়গা নির্ধারণ করা দরকার। আমি এ-ও বলি, তুমি সুন্দবন নিয়ে নাটক করো। সেই নাটক যার বিরুদ্ধেই যাক না কেনো, যদি কোনও কর্তৃপক্ষ বন্ধ করে আমি তোমার পাশে দাঁড়াবো।
এই বাদানুবাদের পর আমি একাডেমির মহাপরিচালকের কক্ষে যাই এবং নাটক বন্ধের কারণ জিজ্ঞাসা করি। মহাপরিচালক আমাকে বলেন, আমরা বাহাস বন্ধ করতে বলেছি এবং সরাসরি টেলিকাস্ট করার জন্য যে যন্ত্রপাতি আনা হয়েছিলো সেগুলো সরিয়ে নিতে বলেছি, কিন্তু নাটক বন্ধ করতে বলিনি। কিন্তু কোনও কিছুতেই যখন তারা মানছিলো না বরং আমাদের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছিলো, তখন আমরা হল বরাদ্দ বাতিল করতে বাধ্য হয়েছি।  
আমি তখন মহাপরিচালককে অনুরোধ করি- আপনি ওদের সঙ্গে কথা বলুন। পরে মহাপরিচালক লাউঞ্জে লোক পাঠান কিন্তু ততক্ষণে তারা চলে গেছে এবং বাইরে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে ফেলেছে। মহাপরিচালক তার সিসি ক্যামেরায় সেটি দেখালেন আমাকে।
এদিকে আমাদের ডিরেক্টরস গিল্ডের আশু নির্বাচনের দিনের নিরাপত্তাসভা প্রায় ভণ্ডুল হবার দশা। কারণ আমরা সব সময়ই মনে করি জঙ্গি এবং মৌলবাদীদের কাছে শিল্পকলা একটি টার্গেট। কাজেই আমাদের সামনেই মহাপরিচালকের কাছে আইন রক্ষা বাহিনীর লোকজন তাদেরকে হটিয়ে দেয়ার জন্য নির্দেশনা চায়। আমি দৃঢ়ভাবে বলি- কোনও রকমের বল প্রয়োগ করে যেনো তাদের বের করা না হয়। একটি জিডি করার ব্যাপারেও চাপ আসতে থাকে। আমি সেটাও নিষেধ করি। কাজেই নাটক বা বাহাস বন্ধের ব্যাপারে শিল্পকলা একাডেমির সিদ্ধান্ত নিয়ে আমার সঙ্গে এর আগে কর্তৃপক্ষের কোনও কথাই হয় নি। এই হচ্ছে মূল ঘটনা।  
এই সঙ্গে বলতে চাই, হল বরাদ্দ ও বাতিলের আমি কে? আমিও সব নাট্যদলের মতোই হল বরাদ্দ প্রত্যাশী।
আমরা জেনে শুনেই রাজনীতির পথ বেছে নেইনি। বেছে নিয়েছি শিল্পের কঠিন পথ। নাট্যমঞ্চে আমরা অভিনয় করি। শিল্পের মাধ্যমে আমরা নিজেদের প্রকাশ করি। এই জায়গাটায় বক্তৃতা দিয়ে আমরা কারও বিরক্তি উৎপাদন করবো না। বিভিন্ন উৎসব উদ্বোধনকালে দেখেছি নাট্যমঞ্চে উদ্বোধনী বক্তৃতাটি পর্যন্ত দর্শক শুনতে চান না। তারা আসেন নাটক দেখতে- দর্শনীর বিনিময়ে। তাই আমরা কখনও নাটকের আগে এমন কোনও ধরনের বক্তৃতা দেওয়ার পক্ষে নই, যাতে দর্শক বিরক্ত হয়। আবারও বলছি- সুন্দরবন ইস্যুতে আনু মুহাম্মদ কথা বলবেন সেটা খুবই যথার্থ। কিন্তু নাটকের আগে মাত্র একঘন্টার জন্য কেনো? তিনি ঘন্টার পর ঘন্টা এ বিষয় নিয়ে কথা বলতে পারেন। কিন্তু সেটা বলার আসল মঞ্চ হওয়া উচিত সেমিনার কক্ষ বা শহীদ মিনার বা অন্য যে কোনও জায়গায়।
এর আগেও তিনি আমাদের ডাকে সাড়া দিয়ে সেমিনার রুমে বা অন্যত্র বক্তৃতা দিয়েছেন। তখন তো তিনি বাধার মুখে পড়েননি। তাহলে তার মতো ব্যক্তিত্বকে ডেকে এনে এমন বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি করা কি ঠিক হলো? এর দায় কি ‘তীরন্দাজ’ নেবে?
সব কিছুর পরিপ্রেক্ষিতে আমার কতগুলো প্রশ্ন জেগেছে:
    ক. নাট্যমঞ্চ কি বাহাস-বক্তৃতার জায়গা? আজকে যদি শিল্পকলা একাডেমির মঞ্চকে বাহাসের জন্য ব্যবহার করা হয় তাহলে কালকেই কোনও একটি রাজনৈতিক দল যদি এই সুযোগটা নিতে চায় যে তারাও বাহাস করবেন, সেটা কি আমরা বন্ধ করতে পারবো? মহানগর নাট্যমঞ্চে যখন এই প্রশ্রয়টি রাজনৈতিক দল পেলো, সেখানে আর নাটক করার কোনও পরিবেশ থাকলো? নাটক সেখান থেকে বিতাড়িত হলো।
    খ. দীপক সুমন আমার একুশে পদক প্রাপ্তিকেও প্রশ্নবিদ্ধ করেছে। তার মতে আমি পদক পেয়ে সরকারি দলের লোক হয়ে গেছি। কেনো? আমি কি একুশে পদক প্রাপ্তির পর সরকারি দলে যোগ দিয়েছি না সরকারি কোনও সুযোগ সুবিধা নিয়েছি? না, এমন কিছু আমার দ্বারা হয়নি। বরং সব সময়ের মতো আমার কণ্ঠস্বর ও লেখা যেকোনও অন্যায়ের বিরুদ্ধে আরও সোচ্চার রয়েছে।
    গ. দীপক সুমন, মিতালী দাশ, সামিনা লুৎফা নিত্রা ভালো করেই জানেন- আজ থেকে আঠারো বছর আগে ‘সুন্দরী’ নামে সুন্দরবনের উপর ২৬ পর্বের একটি নাটক নির্মাণ করেছিলাম যার অনেক বক্তব্য সরকারের বিরুদ্ধে গিয়েছিলো। বর্তমান সরকারই তখন ক্ষমতায় ছিলো। যার কারণে নাটকটি বিটিভিতে প্রচারের সুযোগ পর্যন্ত পায়নি। ফলে সেটি বেসরকারি চ্যানেলে দিতে বাধ্য হয়েছিলাম। নাটকটি ব্যাপক সাড়া ফেলেছিলো কারণ সুন্দবন ধ্বংসের ব্যাপারে এই নাটকটিতে অনেক বক্তব্য ছিলো। আগ্রহীরা ইচ্ছে করলে ইউটিউবে নাটকের শেষ পর্বটি দেখে নিতে পারেন। সেখানে কাঠগড়ায় আমার একটি জবানবন্দিতে সুন্দরবন ধ্বংস হলে দেশের দক্ষিণাঞ্চল কতটা বিপর্যস্ত হবে তার অনুপুক্ষ বর্ণনা আছে। আজকে দেশের পরিবেশ আন্দোলন অনেক গতিশীল হয়েছে। সবাই জানে আমি কিভাবে খাসিয়াদের, গারোদের, সাঁওতালদের বনভূমি রক্ষার জন্য আন্দোলন করেছি। তাদের নিয়ে নাটকও করেছি। দুঃখজনকভাবে সত্য সেই নাটকে এই তথাকথিত অ্যাক্টিভিস্টদের অনেকেই অভিনয় করেছে। দেশভাগ ও সাঁওতালদের ভূমিচ্যুত হওয়া নিয়ে আমি নাটক করেছি। আগামী ২৫ জুলাই ও ৩ অগাস্ট শিল্পকলা একাডেমির দুটি হলে নাটক-দুটি অভিনীত হবে। সেখানে আপনাদেরও আমন্ত্রণ রইলো। প্রসঙ্গত উল্লেখ্য- সাঁওতাল, মান্দি ও খাসিয়াদের জায়গায় ইকো পার্ক করার বিরুদ্ধে আন্দোলনে আমি নেতৃত্বও দিয়েছি। তাহলে কোন বিবেচনায় আমি সুন্দরবন রক্ষার বিরুদ্ধে দাঁড়াবো? সুন্দরবন রক্ষার বিষয়টি আজ আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই আন্দোলনে আমাদের সকলের অংশগ্রহণ প্রয়োজন। কিন্তু আজকে ফেসবুকে এ কী দাঁড়াচ্ছে? কোথায় সুন্দরবন, কোথায় আন্দোলন? সবকিছুর টার্গেট মামুনুর রশীদ। এভাবেই হঠকারীরা  আন্দোলনে ঢুকে তাকে ক্ষতিগ্রস্থ করে। এটি নাটক না করে স্টান্টবাজি করেই বিখ্যাত হবার অপচেষ্টা মাত্র।
    ঘ. আমি বলে থাকি আমি শিল্পী নই। আমি প্রচারক। কিন্তু আমার প্রচার মাধ্যম হচ্ছে নাটক। আমার সৌভাগ্য আমার নাট্যকর্ম কিছুটা হলেও সফল হয়েছে। নাটকের মাধ্যমে বিপুল সংখ্যক দর্শকের আগ্রহ সৃষ্টি করতে পেরেছি।
    ঙ. যে ক’জন আমার চরিত্র হননের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের কেউ কেউ আমাকে গুরু মানবেন না জেনে আমি আনন্দিত। আমি কারও কারও গুরুগৃহ ত্যাগ করার সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। আমি কারও গুরু নই, শিষ্যও নই। একটি শিশুর কাছ থেকেও আমি শিখি।
    চ. আমার শেষ একটি প্রশ্ন ‘তীরন্দাজ’ কর্তৃপক্ষের কাছে- তারা কোন যুক্তিতে একটি ব্যক্তিগত কথোপকথন বিনা অনুমতিতে অডিও ও ভিডিও রেকর্ডিং করবে ও সামাজিক প্রচার মাধ্যমে প্রকাশ করবে? তাও আবার সম্পূর্ণ অংশটি নয়, খণ্ডিত অংশ?

পৃথিবীতে আজ দুঃসময়, সুন্দরবনের দুঃসময়, নাটকের দুঃসময়। আসুন আমরা সকল দুঃসময়ের বিরুদ্ধে শিল্পের লড়াইটা চালিয়ে যাই।

এই প্রসঙ্গে এটাই আমার প্রথম ও শেষ বক্তব্য।
লেখক : নাট্যব্যক্তিত্ব

আরও পড়ুন: শিল্পকলায় সুন্দরবন নিয়ে তীরন্দাজের নাটক মঞ্চায়নে বাধা

/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!