X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

শিল্পকলায় সুন্দরবন নিয়ে তীরন্দাজের নাটক মঞ্চায়নে বাধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুলাই ২০১৬, ০৭:১০আপডেট : ২১ জুলাই ২০১৬, ০৭:২৪

নাট্যকর্মীদের প্রতিবাদ শো শুরু হওয়ার আগে হঠাৎ বন্ধ করে দেওয়া হয় ​তীরন্দাজ নাট্য দলের আয়োজিত 'কন্ঠনালীতে সূর্য' নাটক এবং নাটকের পূর্বে সুন্দরবন বিষয়ে ‘আনু মুহম্মদের সঙ্গে বাহাস’ অনুষ্ঠানটি। সংশ্লিষ্টদের দাবি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি পূর্ব ঘোষণা ছাড়াই বন্ধ করে দেয় প্রধান দরজা। নাটক ও নাটকের পূর্বে আয়োজিত আলোচনা প্রতিষ্টানটির সঙ্গে সাংঘর্ষিক হওয়ার কথা বলে কর্তৃপক্ষ আলোচনা ও নাটক মঞ্চায়িত হতে দেয়নি।
বুধবার সন্ধ্যা ৬টায় নাটকটি শুরু হওয়ার কথা ছিল। আয়োজক ও আলোচকরা সাড়ে ৫টার মধ্যে শিল্পকলায় গিয়ে প্রবেশ পথেই বাধা প্রাপ্ত হন।
বিষয়টি নিয়ে নির্ধারিত আলোচক অধ্যাপক আনু মুহাম্মদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওই সময় শিল্পকলায় আরও দুটি নাটকের শো চলছিল। কেবল এই নাটকটি বন্ধ করা হয়েছে। কোনও পূর্ব ঘোষণা ছাড়াই। নাট্যকর্মীরা সেখানেই বিষয়টিতে প্রতিবাদ জানিয়েছেন।’
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বটতলা নাট্য দলের কর্মী সামিনা লুৎফা লিখেছেন, ‘আমার শুধু মনে হচ্ছে এস এম সোলায়মান ভাগ্যিস বেঁচে নেই আজ। থাকলে দেখতেন তার উত্তরসূরীরা কেমন মেরুদণ্ডের বদলে সিলিকনের কশেরুকা বয়ে বেড়ায়। আমাদের শিল্পকলা কেন্দ্রিক বিনোদন শিল্পীদের পতিত হবারও আর কোন উচ্চতা নেই। অভিনয় নিয়ন্ত্রণের দাদাগিরি দেখিয়ে সরকারি একাডেমি আজ একটি দলের নাটক বন্ধ করে দিয়েছে। আসল কারণ তারা সুন্দরবনে বিদ্যুৎ কেন্দ্র নিয়ে বাহাসের আয়োজন করতে চেয়েছে। কাগজে লেখা অন্য কথা।’

.এ প্রসঙ্গে নাট্যকর্মী ব্রাত্য আমিন ফেসবুকে লিখেছেন, ​‘কিছুক্ষণ স্তব্ধ হয়ে গেটের সামনে দাঁড়িয়ে ভাবলাম, আমি ২০০১ সাল থেকে থিয়েটারের সঙ্গে যুক্ত, এই প্রথম আমি শিল্পকলার ভেতরে ঢুকতে পারছি না কারণ একটি নাটকের দল সরকারের গৃহীত একটি সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করছে বলে! মানে আমরা সংস্কৃতিকর্মীরা সরকারের কোনও কার্যকলাপ বা সিদ্ধান্তের পক্ষে-বিপক্ষে এখন থেকে আলোচনা পর্যন্ত করতে পারবো না!’​

তিনি আরও লিখেছেন, সুন্দরবনের পাশে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পক্ষে-বিপক্ষের যুক্তিগুলো পরিষ্কার করে শোনা ও বোঝার জন্য সেখানে গিয়ে আমি এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হয়েছিলাম। নাটক মঞ্চায়নের বাধা প্রসঙ্গে কথা বলে জেনেছি, একটি নাটকের দল সুন্দরবন বিষয়ে আলোচনার আয়োজন করেছে। এটি কর্তৃপক্ষ নাকি আগে থেকে জানতো না!
প্রসঙ্গত, সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রতিবাদে বেশকিছু দিন ধরেই প্রতিবাদ জানিয়ে আসছে সাংস্কৃতিক, রাজনৈতিক, সামাজিক ও পরিবেশবাদী সংগঠনগুলো।

​/ইউআই/এনএস/

আরও পড়ুন:

নিখোঁজ ২৬২ জনের একজন জিলানী সিরিয়ায় নিহত!

সম্পর্কিত
সর্বশেষ খবর
এ বছর পুলিৎজার পেলো ৩ সংবাদমাধ্যম
এ বছর পুলিৎজার পেলো ৩ সংবাদমাধ্যম
মনজিল হত্যা: সৎমা-ভাইসহ ৬ জনের যুক্তিতর্ক অব্যাহত
মনজিল হত্যা: সৎমা-ভাইসহ ৬ জনের যুক্তিতর্ক অব্যাহত
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
টস হেরে ব্যাট করছে বাংলাদেশ
টস হেরে ব্যাট করছে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র