X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

বিচ্ছেদে পাওয়া ৭ মিলিয়ন ডলার দান করলেন অ্যাম্বার

বাংলা ট্রিবিউন ডেস্ক
২২ আগস্ট ২০১৬, ০০:০০আপডেট : ২২ আগস্ট ২০১৬, ১২:৪৫

অ্যাম্বার ও জনি হলিউড অভিনেতা জনি ডেপের কাছ থেকে বিয়ে বিচ্ছেদের অর্থ আদায়ের তিন মাস আইনি লড়াই লড়ছেনে অ্যাম্বার হার্ড। সোমবার (১৫ আগস্ট) বিয়ের বিচ্ছেদের আনুষ্ঠানিক চুক্তি হওয়ার পর ৫৩ বছরের জনির কাছ থেকে পেয়েছেন ৭ মিলিয়ন ডলার।
বিবাহ বিচ্ছেদে পাওয়া এ অর্থ অবশেষে নির্যাতিত নারীদের  নিয়ে কাজ করা একটি দাতব্য সংস্থাকে দান করেছেন অ্যাম্বার।
বিচারের সময় অ্যাম্বার দাবি করেছিলেন, ১৫ মাসের দাম্পত্য জীবনে জনি তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন। বিয়ে বিচ্ছেদে পাওয়া অর্থ তিনি নিজে নেবেন না, এ অর্থ দিয়ে অন্যদের সহযোগিতা করার জানান তিনি।
বিচ্ছেদের অর্থ দান করার পর এক বিবৃতিতে ৩০ বছরের আম্বার বলেন, ‘এই দান করা অর্থ আমেরিকান সিভিল লিবারটিজ ইউনিয়ন ও চিলড্রেন’স হসপিটাল অব লস অ্যাঞ্জেলস-এর মধ্যে সমানভাবে ভাগ হবে। এই দুই দাতব্য প্রতিষ্ঠানে আমি গত ১০ বছর ধরে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছি।’
অ্যাম্বার আরও বলেন, ‘আশা করি, যাদের এ অর্থ প্রয়োজন এ দানের ফলে তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে।’
চিলড্রেন’স হসপিটাল অব লস অ্যাঞ্জেলসের পক্ষ থেকে এক বিবৃতিতে অর্থ দান করার জন্য আম্বারকে ধন্যবাদ জানানো হয়েছে।
তিন মাস পর গত সপ্তাহে এই দুই তারকার বিয়ের বিচ্ছেদ নিয়ে আইনি লড়াইয়ের সমাপ্তি ঘটে। বিচ্ছেদ চুক্তি সম্পাদনে একমত হন উভয়পক্ষ। বিয়ে নিষ্পত্তির অর্থ হিসেবে জনির কাছ থেকে প্রায় ৭ মিলিয়ন ডলার পেয়েছেন অ্যাম্বার।


সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

/এএ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’
সিনেমা নির্মাণে দিতিকন্যা, নির্বাহী প্রযোজক বাঁধন
সিনেমা নির্মাণে দিতিকন্যা, নির্বাহী প্রযোজক বাঁধন
কলিম শরাফীর জন্মশতবার্ষিকীতে শর্মিলার অ্যালবাম
কলিম শরাফীর জন্মশতবার্ষিকীতে শর্মিলার অ্যালবাম
উঠলো অভিযোগ, তবু অন্তর্জালে ‘মা লো মা’ ঝড়!
উঠলো অভিযোগ, তবু অন্তর্জালে ‘মা লো মা’ ঝড়!