X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

জোলি-পিটের বিচ্ছেদে খুশি অ্যানিস্টনের ভক্তরা!

বাংলা ট্রিবিউন ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৩৫আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৪৯

`মিহলিউডের জনপ্রিয় জুটি অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের বিচ্ছেদের খবর প্রকাশের পর মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বোধহয় ‘ব্র্যাঞ্জেলিনা’ হ্যাশট্যাগ সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে।
তবে তার মধ্যেও বাদ যাননি ব্র্যাড পিটের সাবেক স্ত্রী জেনিফার অ্যানিস্টনের নামটিও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খেয়েছে তার ছবিও। আর সব মিলে মঙ্গলবার দুপুর নাগাদ জেনিফার অ্যানিস্টন হয়ে ওঠেন টুইটারের দ্বিতীয় জনপ্রিয় প্রসঙ্গ।
পিটের কাছ থেকে জোলির বিচ্ছেদ চেয়ে আদালতে আবেদন জানানোর খবরটি প্রকাশের পর মঙ্গলবার সকাল থেকে ইন্টারনেটে অ্যানিস্টনের অতীতের বিভিন্ন ছবি পোস্ট করতে শুরু করেন তার ভক্তরা। পিটের সঙ্গে জোলির বিচ্ছেদের খবরে প্রতিক্রিয়া জানিয়ে এসব ছবি প্রকাশ করেন তারা। এ বিচ্ছেদকে তারা অ্যানিস্টনের জন্য আনন্দের সংবাদ ও উপহার বলে উল্লেখ করেছেন।
টুইটারে এক ভক্ত লিখেছেন, ‘২০ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক জেনিফার অ্যানিস্টন দিবস ঘোষণা করা হোক।’
আরেক ভক্ত লিখেছেন, ‘ব্র্যাঞ্জেলিনা জুটির বিচ্ছেদের সবচেয়ে বড় বিষয়টি হলো তা অ্যানিস্টনের জন্য একটি উপহার।’
আরেকজন লিখেছেন, ‘অ্যানিস্টন হয়তো সেসময়ে ব্র্যাঞ্জেলিনা জুটির বিচ্ছেদের খবর পেয়েছেন যখন তিনি জাস্টিন থেরোক্সের সঙ্গে রোমান্স করছিলেন।’
উল্লেখ্য, ২০০০ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অ্যানিস্টন ও পিট। আর ২০০৫ সালে আলাদা হয়ে যান দুজনে। ২০১৪ সালে জোলির সঙ্গে পিটের এবং ২০১৫ সালে জাস্টিন থেরোক্সের সঙ্গে অ্যানিস্টনের সংসার জীবন শুরু হয়। প্রথম বিয়ে না হলেও জোলি-পিট জুটি বিশ্বজুড়ে এতই আলোচিত হয় যে তাদের দুজনের নামকে যুক্ত করে 'ব্রাঞ্জেলিনা' ডাকত ভক্তরা।
২০০৫ সালে মুক্তি পাওয়া 'মি. অ্যান্ড মিসেস স্মিথ' চলচ্চিত্রে অভিনয় করতে গিয়ে দুজনার প্রেম হয়। সেই থেকে তারা একত্রেই ছিলেন। পরে ২০১৪ সালে তাদের বিয়ে হয়।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/এফইউ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!