X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

ইতালিতে ফের পুরস্কৃত ‘অজ্ঞাতনামা’

বিনোদন রিপোর্ট
১৬ অক্টোবর ২০১৬, ১২:৩৪আপডেট : ১৬ অক্টোবর ২০১৬, ১৫:০৬

পুরস্কার ক্রেস্ট ও সনদ হাতে তৌকির আহমেদ। ইতালির ট্রেন্টো শহরে অনুষ্ঠিত ‘রিলিজিয়ন টুডে ফিল্ম ফেস্টিভ্যাল’-এ স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশের ছবি ‘অজ্ঞাতনামা’। এটি নির্মাণ করেছেন তৌকীর আহমেদ।
শনিবার দিন শেষে রাতে, ১৫ অক্টোবর আনুষ্ঠানিকভাবে তৌকীর আহমেদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কার প্রাপ্তি প্রসঙ্গে তৌকীর আহমেদ বলেন, ‘এই উৎসব সংশ্লিষ্টরা অংশ নেওয়া ছবিগুলোতে মানবিক বিষয়টি খোঁজার চেষ্টা করেন। সেই সূত্রে আমার ছবিটি যখন বাইরের দেশে প্রশংসিত হয় ও পুরস্কার জিতে নেয়, তখন নিঃসন্দেহে ভালো লাগে। আমার ছবিটি পুরস্কারের জন্য মনোনীত হওয়ার পেছনে যে বিষয়টি কাজ করেছে, তা হচ্ছে মাইগ্রেশন অ্যান্ড কো-এক্সিসটেন্স। আমার পুরস্কার প্রাপ্তির দিন ইতালির অনেক গণ্যমান্য বাঙালি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাদের সামনে পুরস্কার  নেওয়াটা আমার জন্য ছিল খুবই আনন্দের।’
এদিকে তৌকির জানান ইতালির বাঙালিদের সম্মানে কাল সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ট্রেন্টো শহরে ‘অজ্ঞাতনামা’ ছবির একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। পরদিন মঙ্গলবার ঢাকার উদ্দেশে রওনা করবেন তৌকীর আহমেদ।
মধ্যপ্রাচ্যে বাংলাদেশি শ্রমিকদের মানবেতর জীবনযাপনই এই ছবির বিষয়বস্তু। বাংলাদেশে গত ১৯ আগস্ট মুক্তি পায় ছবিটি। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, নিপুণ, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, আবুল হায়াত প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।
উল্লেখ্য, মুক্তির পরই দেশের বাইরের দুটি উৎসবে অংশ নিয়ে বাজিমাত করে তৌকীর আহমেদের ‘অজ্ঞাতনামা’। কসোভোর চলচ্চিত্র উৎসব ‘দ্য গডেস অন দ্য থ্রোন’-এ সেরা পরিচালক ও সেরা চিত্রনাট্যকার, ওয়াশিংটন ডিসির সাউথ এশিয়ান ফেস্টিভ্যালে সেরা পরিচালকের পুরস্কার এবং ইতালিতে এ বছরের মে মাসে গালফ অব নেপলস- ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্ট ২০১৬ তে জুরি অ্যাওয়ার্ড অর্জন করে ছবিটি।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’
সিনেমা নির্মাণে দিতিকন্যা, নির্বাহী প্রযোজক বাঁধন
সিনেমা নির্মাণে দিতিকন্যা, নির্বাহী প্রযোজক বাঁধন
কলিম শরাফীর জন্মশতবার্ষিকীতে শর্মিলার অ্যালবাম
কলিম শরাফীর জন্মশতবার্ষিকীতে শর্মিলার অ্যালবাম
উঠলো অভিযোগ, তবু অন্তর্জালে ‘মা লো মা’ ঝড়!
উঠলো অভিযোগ, তবু অন্তর্জালে ‘মা লো মা’ ঝড়!