X
শনিবার, ১১ মে ২০২৪
২৮ বৈশাখ ১৪৩১

গঙ্গা যমুনা উৎসবে শিবলী-নীপা

বিনোদন রিপোর্ট
২৩ অক্টোবর ২০১৬, ১৩:৪৮আপডেট : ২৩ অক্টোবর ২০১৬, ১৪:২৬

শিবলী মোহাম্মদ ও শামীম আরা নীপা শুক্রবার থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলছে ১০ দিনব্যাপী ‘গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসব’। এবারে উৎসবে অংশ নিচ্ছেন দেশের শীর্ষ দুই নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদ ও শামীম আরা নীপা।
আগামী ২৬ অক্টোবর সন্ধ্যা সাতটায় একাডেমির জাতীয় নাট্যশালায় ‘নৃত্যাঞ্চল’ প্রযোজিত মৈমনসিংহ গীতিকা অবলম্বনে নৃত্যনাট্য ‘মহুয়া’ মঞ্চস্থ হবে।
নীপার পরিচালনায় এই নৃত্যনাট্যটি পরিবেশন করবেন নৃত্যজুটি শিবলী-নীপা। এছাড়া নৃত্যাঞ্চলের আরও ৩০ জন নৃত্যশিল্পী এতে অংশগ্রহণ করবেন। নৃত্যনাট্যটির সংগীত পরিচালনা করেছেন তপন দে। মূখ্য চরিত্রে কণ্ঠ দিয়েছেন ফেরদৌস আরা, সাদী মহম্মদ ও কিরণচন্দ্র রায়।
শিবলী মোহাম্মদ বললেন, ‘বছর দুই আগে আমরা গঙ্গা যমুনা উৎসবে অংশ নিয়েছিলাম। তখন ‘রাইকৃষ্ণ পদাবলী’ মঞ্চায়ন করেছিলাম। এবার মৈমনসিংহ গীতিকা থাকছে।’
এদিকে এবারের আয়োজনে ৩০টি নাট্যদলসহ আবৃত্তি, নৃত্য ও পথনাটকের ৮৫টি দল অংশ নিচ্ছে।
সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের লেখা ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’, ‘তোরা সব জয়ধ্বনি কর’, ‘ম্যাকবেথ’ (অনুবাদ) ও ‘ঈর্ষা’ নাটকগুলো মঞ্চায়ন হবে। উৎসবটি প্রয়াত এ সাহিত্যিকে উৎসর্গ করা হয়েছে।

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জমজমাট দ্বিতীয় দিন, পর্দা নামছে আজ
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজমজমাট দ্বিতীয় দিন, পর্দা নামছে আজ
পাঁচ ‘বুবলী’ নিয়ে থানায় অপু!
পাঁচ ‘বুবলী’ নিয়ে থানায় অপু!
‘মালা’র জন্য ঢাকার মঞ্চে ‘আবার’ অঞ্জন
‘মালা’র জন্য ঢাকার মঞ্চে ‘আবার’ অঞ্জন
পদ্মর সঙ্গী প্রিয়ম, আনন্দে আটখানা পরী
পদ্মর সঙ্গী প্রিয়ম, আনন্দে আটখানা পরী
ছয় প্রেক্ষাগৃহে ‌‘পটু’
এ সপ্তাহের ছবিছয় প্রেক্ষাগৃহে ‌‘পটু’