X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বিজয় দিবসে মুক্তি পাচ্ছে দুটি ছবি

বিনোদন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০১৬, ০০:১৪আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৬, ০০:১৪

লাল সবুজের সুর। ছবি: সংগৃহীত মহান বিজয় দিবস উপলক্ষে প্রেক্ষাগৃহও থাকবে মুখর। এদিন মুক্তি পাচ্ছে দুটি চলচ্চিত্র। এরমধ্যে একটি রয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক গল্প অলম্বনে। শিশুসাহিত্যিক ও মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের চিত্রনাট্যে এ ছবিটির নাম ‘লাল সবুজের সুর’।

অপর ছবিটি প্রেমের গল্প নিয়ে তৈরি। মিম-বাপ্পি অভিনীত এ ছবির নাম ‘আমি তোমার হতে চাই’।
‘লাল সবুজের সুর’ এর গল্পটা এমন- ইমনের বাবা-মা একাত্তরের ২৫ মার্চের কালো রাত্রির পর ঢাকা ছেড়ে ইছাপুর গ্রামে আশ্রয় নেয়। সেখানে ইমনের পরিচয় হয় বাদল নামের এক কিশোরের সঙ্গে। ঢাকায় পাক সেনারা বাদলের বাবা-মাকে মেরে ফেলেছে। সে প্রতিশোধ নেওয়ার জন্য গ্রামে এসে মুক্তিযোদ্ধাদের সঙ্গে যোগ দেয়। ইমনও মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে একদিন যায় প্রশিক্ষণ নেওয়ার জন্য। তারপর চরম কিছু সময় আসে তাদের জীবনে।
ছবিতে রণাঙ্গনের মুক্তিযোদ্ধা হিসেবে দেখা যাবে চিত্রনায়ক ওমর সানীকে। আরও অভিনয় করেছেন সুব্রত, সেরা জামান, রফিকুল্লাহ সেলিম, ঝুনা চৌধুরী, শিশুশিল্পী মাহি ও লিখন প্রমুখ।
আমি তোমার হতে চাই। ছবি: সংগৃহীত সরকারি অনুদানের এই ছবিটি পরিচালনা করেছেন মুশফিকুর রহমান গুলজার। প্রেক্ষাগৃহ ও চ্যানেল আইয়ের মাধ্যমে বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে আজ ১৬ ডিসেম্বর।
এদিকে দেশ, মুক্তিযুদ্ধ এবং বিজয়ের সঙ্গে কোনও সম্পর্ক না থাকলেও অনন্য মামুন পরিচালিত প্রেমের ছবি ‘আমি তোমার হতে চাই’ মুক্তি পাচ্ছে একই দিনে। এর গল্পটা প্রেমনির্ভর। ছবির প্রধান চারটি চরিত্রে অভিনয় করেছেন বাপ্পি, মিম, দীপালি ও জন। আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, মনিরা মিঠু প্রমুখ। এতে একটি আইটেম গানে নেচেছেন বলিউডের রাখি সাওয়ান্ত।
ছবির কলাকুশলীরা জানান, মূলত বিজয় উৎসবে তারা ভালোবাসার একটি গল্প উপস্থাপন করবেন। ছবিটি প্রযোজনা করেছে লাইভ টেকনোলজিস। এটি ৮৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।
ছবিটির টিজার:

/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
কান উৎসব ২০২৪কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন