X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ঢাকার পর্দায় ‘অ্যাসাসিন’স ক্রিড’

বিনোদন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০১৬, ১৭:০৫আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৬, ১৮:৩৬


‘‘অ্যাসাসিন’স ক্রিড’’-এর একটি দৃশ্য বিশ্বব্যাপী জনপ্রিয় গেম ‘‘অ্যাসাসিন’স ক্রিড’’ আসছে রূপালি পর্দায়। ফ্রান্সের ভিডিও গেম নির্মাতা ও প্রকাশনা প্রতিষ্ঠান ইউবিসফট তাদের গেমটিকে চলচ্চিত্রে রূপায়ন করেছে। গেমের নামেই ছবিটি পরিচালনা করেছেন জাস্টিন কারজেল।
অ্যাকশন অ্যাডভেঞ্চার ছবিটি আন্তর্জাতিকভাবে মুক্তি পাচ্ছে ২১ ডিসেম্বর। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে ছবিটি। তার আগে ২০ ডিসেম্বর (বৃহস্পতিবার) জমকালো আয়োজনে ছবিটির লালগালিচা প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে।

ইউবিসফট মোশন পিকচার্সের প্রযোজনায় এ চলচ্চিত্রটির প্রধান ভূমিকায় অভিনয় করেছেন ‘প্রমিথিউস’ (২০১২) ও ‘এক্স-মেন: ফার্স্টক্লাস’ (২০১১)খ্যাত জার্মান তারকা মাইকেল ফাসবেন্ডার। আরও অভিনয় করেছে ম্যারিয়ন কটিলার্ড, জেরেমি আয়রন্স, ব্রেন্ডন গ্লিসন, কে উইলিয়ামস।

আস্যাসিন'স ক্রিড একটি অ্যাকশন-অ্যাডভেঞ্চার ভিডিও গেম সিরিজ যার মধ্যে মোট ৯ টি প্রধান গেম ও কিছু আনুষঙ্গিক উপাদান রয়েছে।
২০০৭ সালের পর থেকে গেমটির তিন কোটিরও বেশি ভক্ত রয়েছে; যারা এর চলচ্চিত্রও উপভোগ করবে বলে ধারণা করা হচ্ছে। মজার ব্যাপার হলো, বাণিজ্যিক সম্ভাবনা আঁচ করে নির্মাতারা এরইমধ্যে ছবির পরের পর্ব নির্মাণের প্রক্রিয়া শুরু করে দিয়েছেন!

স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, এই ছবি জন্য সার্বিক সহযোগিতায় রয়েছে ‘গ্রামীণফোন স্টার প্রোগ্রাম’। গ্রামীণফোন স্টার গ্রাহকরা ছবিটির একটি টিকিট কিনলে বিনামূল্যে আরও একটি টিকিট পাবেন। এই বিশেষ অফার শুধু ছবিটি মুক্তির প্রথম সপ্তাহের জন্য প্রযোজ্য হবে।
/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!