X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

ঢাকায় মীর ও ব্যান্ডেজের কনসার্ট

ওয়ালিউল মুক্তা
২৬ ডিসেম্বর ২০১৬, ১৯:৪৯আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৬, ১৮:২৫

ঢাকায় মীর ও ব্যান্ডেজের কনসার্ট একটি বেসরকারি টিভি চ্যানেলে পরিবেশনা ও ছোট পরিসরে দু’একবার ঢাকা ঘুরে গেছেন কলকাতার দারুণ জনপ্রিয় উপস্থাপক মীর আফসার আলি ও তার ব্যান্ড ব্যান্ডেজ। ঢাকায় আবারও আসছেন তিনি। তবে এবার বেশ বড় আয়োজনে। সঙ্গে থাকছে তার দল ব্যান্ডেজ।
মীর আফসার আলি। ছবি- সাজ্জাদ হোসেন আগামী ২০ জানুয়ারি বসুন্ধরা এলাকায় আসিসিবি মাঠে গাইবেন তারা। বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের উদ্যোগে এ কনসার্ট থাকবে ফ্যাশন ও ফায়ার শোসহ বেশ কিছু পর্ব। 'ফান্টাবুলাস টুরিজম নাইট’ নামের এ আয়োজন সমন্বয় করছে ল্যামবার্ডস।
ব্যান্ডেজ ছাড়াও এতে গান গাইবেন তিন দেশের শিল্পীরা। ভারত থেকে আসছেন পূর্ণদাস বাউল, কলকাতার সারেগামাপা’র তানভির হোসেন, অভিনয়শিল্পী শ্রদ্ধা পণ্ডিত, মিস ইন্ডিয়া ২০০৮ সিমরান কর মন্ডি। থাকছেন নেপালের গায়িকা সুজাতা ভার্মা।
আর বাংলাদেশ থেকে পরিবেশনায় থাকবে ব্যান্ড দূরবীন ও আরশী। এছাড়া দেশীয় শিল্পীদের মধ্যে অংশ নেবেন ইমন, নীরব, জায়েদ খান, অমৃতা, বিপাশা কবির, আঁচলসহ ৩০ শিল্পী।
এদিকে বিষয়টি নিয়ে কলকাতায় মীরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‌‘কনসার্টটি ডিসেম্বরে হওয়ার কথা ছিল। কোনও বিশেষ কারণে তা পিছিয়ে যায়। আশা করছি, নতুন সূচিতে ঢাকার দর্শকদের সঙ্গে আবার দেখা হবে।’
মীর আরও বলেন. ‘এর আগে দেশ টিভি ও ঢাকা ক্লাবের একটি অনুষ্ঠানে ব্যান্ডেজ অংশ নিয়েছে। তবে এবারই ঢাকায় এত বড় পরিসরের আমরা গাইব।’
এদিকে ল্যামবার্ডসের প্রধান নির্বাহী কর্মকর্তা সাঈদ সামস বলেন, ‘মূলত পর্যটন নিয়ে প্রচারণার জন্য এ আয়োজন। দেশের পাশাপাশি আমাদের প্রতিবেশী দুই দেশের শিল্পীদের কাছ থেকে বাংলাদেশের কথা শোনাতেই এমন আয়োজন।’
/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’
সিনেমা নির্মাণে দিতিকন্যা, নির্বাহী প্রযোজক বাঁধন
সিনেমা নির্মাণে দিতিকন্যা, নির্বাহী প্রযোজক বাঁধন
কলিম শরাফীর জন্মশতবার্ষিকীতে শর্মিলার অ্যালবাম
কলিম শরাফীর জন্মশতবার্ষিকীতে শর্মিলার অ্যালবাম
উঠলো অভিযোগ, তবু অন্তর্জালে ‘মা লো মা’ ঝড়!
উঠলো অভিযোগ, তবু অন্তর্জালে ‘মা লো মা’ ঝড়!