X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

চলছে ‘ভুবন মাঝি’র প্রস্তুতি, মুক্তি ৩ মার্চ

বিনোদন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:১৩আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:০৯

ভুবন মাঝি ছবির দৃশ্যে পরমব্রত ও অপর্ণা আগামী ৩ মার্চ রাজধানীর স্টার সিনেপ্লেক্স, মধুমিতা, শ্যামলীসহ সারাদেশের ১১টি হলে মুক্তি পাচ্ছে সরকারি অনুদানের নির্মিত ছবি ‘ভুবন মাঝি’। নির্মাতা প্রতিষ্ঠান গড়াই ফিল্মস তথ্যটি নিশ্চিত করেছে। 

ইতোমধ্যে মুক্তির আনুষ্ঠানিক সব প্রস্তুতি সম্পন্ন করছে ছবি সংশ্লিষ্টরা। মুক্তি নিয়ে এখন চলছে শেষ মুহূর্তে কাজ। রাজধানীজুড়ে লাগানো হয়েছে ছবির পোস্টার।
ছবির কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ফাকরুল আরেফীন খান। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কলকাতার পরমব্রত চট্রপাধ্যায়, বাংলাদেশের অপর্ণা ঘোষ, মামুনুর রশীদ, মাজনুন মিজান, নওশাবা প্রমুখ।
ছবিতে অপর্ণা অভিনয় করছেন ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানের সম্ভ্রান্ত ঘরের এক তরুণীর চরিত্রে। নাম তার ফরিদা। অন্যদিকে পরমব্রত অভিনয় করেছেন লালন ভাবাদর্শের নহির বাউল চরিত্রে।
ছবিটি প্রসঙ্গে শুটিংয়ের সময় পরমব্রত বলেছিলেন, ‘ঢাকায় এটা আমার দ্বিতীয় ছবি। তবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে এটাই আমার প্রথম। পারিবারিকভাবে মুক্তিযুদ্ধ নিয়ে আমি অল্প আধটু জানি। এখন ছবিটির প্রয়োজনে আরও জানতে পারছি। মুক্তিযুদ্ধের ছবিতে অভিনয় করছি ভেবে ভালো লাগছে খুব।’
এদিকে অপর্ণা জানান, ছবিটির গল্পে দেখা যাবে নহির বাউল ওরফে পরমব্রতকে মুক্তিযুদ্ধে পাঠাতে উদ্বুদ্ধ করেন ফরিদা। তার ভাষায়, ‘পুরো গল্পটি অসাধারণ। আমার চরিত্রটি নিয়ে খুব খুশি। অপেক্ষায় আছি পর্দায় সেটা দেখার।’
ছবির ট্রেলার: 

/এমআই/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!