X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কবিগুরু বলেননি, তোমায় গান ‘দেখাব’: রফিকউজ্জামান

বিনোদন ডেস্ক
১১ মার্চ ২০১৭, ১১:৪৮আপডেট : ১১ মার্চ ২০১৭, ১৬:২৯

ইমরান, বাপ্পা ও রফিকউজ্জামান টিভি খুললেই দেখা যায় গান সম্প্রচার হচ্ছে। চলচ্চিত্রের গান, নাটকের গান, রবীন্দ্র-নজরুল কিংবা লোকগানের মিউজিক ভিডিও। গাড়িতে, সিডিতে প্রতিনিয়তই গান শুনি আমরা। মিউজিক ভিডিওর জন্য ইউটিউব চ্যানেলগুলোর হিটও তুমুল। পাশাপাশি বেতার ও এফএম রেডিওর প্রাণও এই গান। গানের প্রচার ও প্রসার চলছে। কিন্তু প্রশ্ন উঠছে গান কী দেখার না শোনার?
এমন প্রশ্নের জবাবে বিশিষ্ট গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান বলেন, ‌‘আমাদের সময়ে যখন টেলিভিশন মিডিয়া ছিল না। আমরা তখন অনুষ্ঠানে-আসরে গিয়ে গান শুনতাম। আর টেলিভিশন আসার পর আমরা গানের অনুষ্ঠান দেখতাম। তবে বরাবরই গান শোনার বিষয়টিই মুখ্য ছিল।’
তিনি মজা করে আরও বলেন, ‘কবিগুরু গানে গানে বলেছেন- তোমায় গান শোনাব। তিনি কখনও বলেননি, তোমায় গান দেখাব! তাই অবশ্যই গান শোনার বিষয়।’
গানের আদ্যোপান্ত নিয়ে আজকে বাংলা ট্রিবিউন বৈঠকি ‘গান কী দেখার না শোনার’। এই বৈঠকি বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ সরাসরি সম্প্রচার করছে আজ, শনিবার বেলা ১১টা ১০ মিনিট থেকে। দেশের সঙ্গীতজ্ঞ, গবেষক, শিল্পী ও গান প্রচার ও প্রসারের সঙ্গে সংশ্লিষ্টরা আলোচনা করছেন এই বৈঠকিতে।

মিথিলা ফারজানার সঞ্চালনায় এই বৈঠকিতে গীতিকবি ও গবেষক মোহাম্মাদ রফিকউজ্জামান ছাড়াও অংশ নিয়েছেন সংগীতশিল্পী ফাহমিদা নবী, এমআইবি প্রেসিডেন্ট ও লেজার ভিশনের প্রযোজক এ কে এম আরিফুর রহমান, সংগীতশিল্পী বাপ্পা মজুমদার ও ইমরান, নির্মাতা চন্দন রায় চৌধুরী, টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠান রবির কন্টেন্ট ম্যানেজমেন্ট-এন্টারটেইনমেন্ট ম্যানেজার জ্যাকলিন এলিজাবেথ মজুমদার, রেডিও ফুর্তির স্টেশন ম্যানেজার ও প্রোগ্রাম অ্যান্ড আর্টিস্ট পিআর সার্জিনা ইসলাম এবং বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল।

সরাসরি বৈঠকি দেখতে চোখ রাখুন চ্যানেল ৭১ এর পর্দায় এবং এ সম্পর্কিত সব সংবাদ পড়ুন www.banglatribune.com এ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠকি চলছে, চলবে আজ শনিবার বেলা ১টা পর্যন্ত।

/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!