X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

ডকুমেন্টারি উৎসবে নির্বাচক তারা

বিনোদন রিপোর্ট
১৭ মার্চ ২০১৭, ১৫:০১আপডেট : ১৭ মার্চ ২০১৭, ১৬:৫৩

নির্মাতা আবু সাঈদ, আফসানা মিমি ও এনামুল করিম নির্ঝর স্টার সিনেপ্লেক্স ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি- এর যৌথ উদ্যোগে আয়োজিত হয়েছে ‘স্টার-ইউ আই ইউ ডকুমেন্টারি উৎসব ২০১৭’।

এই উৎসবের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৮ মার্চ। আর এতে জুরি বোর্ডের সদস্য হিসেবে সেরা ডকুমেন্টারি নির্বাচকের ভূমিকায় থাকছেন নির্মাতা আবু সাঈদ, আফসানা মিমি ও এনামুল করিম নির্ঝর।
বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ওপর নবীনদের নির্মিত তিন মিনিটের প্রামাণ্যচিত্র নিয়ে আয়োজন করা হয় ব্যতিক্রমধর্মী এই উৎসব। নিয়মানুযায়ী গত ১৫ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত নির্মাতারা তাদের প্রামাণ্যচিত্র ফেসবুক পেইজে আপলোড করেন। এর মধ্য থেকে জুরি বোর্ডের রায় এবং ফেসবুক ভোটিংয়ের ভিত্তিতে সেরা তিনটি প্রামাণ্যচিত্র নির্বাচিত হবে চূড়ান্ত আসরে।
জুরি বোর্ডের ৮০ ভাগ এবং ফেসবুক লাইকের পরিমান অনুযায়ী ১০ ভাগ নম্বরের ভিত্তিতে ফলাফল নির্ধারণ করা হবে। সেরা তিন নির্মাতা পুরস্কার হিসেবে পাবেন যথাক্রমে ৫০ হাজার, ৩০ হাজার ও ২০ হাজার টাকা। সেই সঙ্গে বিজয়ীরা আরও পাবেন চলচ্চিত্র নির্মাণের বাস্তব অভিজ্ঞতা গ্রহণের সুযোগ, চলচ্চিত্রবিষয়ক আন্তর্জাতিক কর্মশালায় অংশগ্রহণের সুযোগ এবং আকর্ষণীয় গিফ্ট হ্যাম্পার।
উল্লেখ্য, দেশের চলচ্চিত্র শিল্পকে সমৃদ্ধ করার লক্ষ্যে সৃষ্টিশীল তারুণ্যকে উৎসাহিত করতে স্টার সিনেপ্লেক্স ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউ আই ইউ) যৌথ উদ্যোগে দ্বিতীয়বারের মতো এ উৎসবের আয়োজন করে।

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’
সিনেমা নির্মাণে দিতিকন্যা, নির্বাহী প্রযোজক বাঁধন
সিনেমা নির্মাণে দিতিকন্যা, নির্বাহী প্রযোজক বাঁধন
কলিম শরাফীর জন্মশতবার্ষিকীতে শর্মিলার অ্যালবাম
কলিম শরাফীর জন্মশতবার্ষিকীতে শর্মিলার অ্যালবাম
উঠলো অভিযোগ, তবু অন্তর্জালে ‘মা লো মা’ ঝড়!
উঠলো অভিযোগ, তবু অন্তর্জালে ‘মা লো মা’ ঝড়!
‘চুম্বন’ দৃশ্য প্রসঙ্গে বিস্ফোরক এমিলি ব্লান্ট!
‘চুম্বন’ দৃশ্য প্রসঙ্গে বিস্ফোরক এমিলি ব্লান্ট!