X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

চোখের সামনে যেন বীরাঙ্গনাকে দেখতে পেতাম: সাবিনা

বিনোদন রিপোর্ট
২৬ মার্চ ২০১৭, ০০:১০আপডেট : ২৬ মার্চ ২০১৭, ১৮:৩৭

সাবিনা ইয়াসমিন। ছবি- সাজ্জাদ হোসেন নিয়তই নিজ কাজ করা হয়। কিন্তু যে কাজের সঙ্গে মিশে যায় স্বদেশ, তাতে হয়তো বাড়তি মমতা গড়ে ওঠো। শিল্পীদের কাছ থেকে সেই মমতার কথাই শুনতে চেয়েছি আমরা। দেশ সম্পৃক্ত কাজের আগে বা পরে কেমন থাকে অনুভূতি বা কতটা ভাবায় তাদের। সে ধারাবাহিকতায় দেশের গানের কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিনের দারস্থ হওয়া। মহান স্বাধীনতা দিবসের বিশেষ এ আয়োজনে তিনি পরম যত্নে শোনালেন সে অভিজ্ঞতার কথা-

‘‘দেশাত্মবোধক কাজ করার সময় তো আলাদা অনুভূতি কাজ করবে- এটাই স্বাভাবিক। অনেকদিন নতুন কোনও দেশের গান গাওয়া হয় না। বিশেষ কথা মনে আছে ‘জন্ম আমার ধন্য হলো মাগো’ গানটির রেকর্ডিংয়ের সময়ের। সম্ভবত ১৯৬৭ সালে গানটির প্রথম রেকর্ড হয়। তখন তো পাকিস্তান আমল। তাই দেশের গান নিয়ে কাজ খুবই কম হতো। হতোই না বলা চলে। সে সময় গাইলাম গানটি। ফিরোজা আপার (ফিরোজা বেগম) সঙ্গে গানটি গাই। এটি গাওয়ার পর আমার কী যে ভালো লাগল, তা বলে বোঝানোর নয়। আমার মনে আছে, আমি নয়ীম গহর ভাইয়ের ‍দুই হাত ধরে বললাম, অদ্ভুত গান আপনি তৈরি করেছেন। যা হৃদয় ছুঁয়ে গেছে। আজাদ রহমান ভাইয়ের অনবদ্য সুর এটি। চারদিকে সাড়া পড়ে গেল। পরবর্তীতে গানটি আমি একক কণ্ঠে গেয়েছিলাম। এটি আরও জনপ্রিয় হয়।

এছাড়া গাজী মাজহারুল আনোয়ার, আলাউদ্দিন আলীর, মোহাম্মদ রফিকউজ্জামান, আহমেদ ইমতিয়াজ বুলবুল ভাইসহ অনেকের সঙ্গে অসংখ্য গান গেয়েছি। বিশেষ করে দেশ স্বাধীনের পর বুলবুল ভাইয়ের সঙ্গে যখন কাজ করতাম তা সিরিজ আকারে হতো। একসঙ্গে ৬-৮টি গান। গানগুলো ‘ইচ্ছা স্টুডিও’তে রেকর্ড হতো। এগুলো একসঙ্গে বিটিভিতে দেখানো হত। আর সঙ্গে সঙ্গেই এগুলো জনপ্রিয়। দেশের গান যে এত পপুলার হতে পারে, তা ভাবতে পারিনি।

এগুলো কিন্তু সাধারণ গান নয়। গল্প থাকত। যেমন ‘ওকে আর করলো না বিয়ে’ (গাজী মাজহারুল আনোয়ারের কথায় আহমেদ ইমতিয়াজের সুরে) গানটি এক বীরাঙ্গনার গল্প। এটা যেন পুরো গল্প। আমি গাওয়ার সময় যেন সে মেয়েকে দেখতে পেতাম। সে অনুভূতি ঠিক অন্যরকম।’’ 

অনুলিখন: ওয়ালিউল মুক্তা

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!