X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘একসঙ্গে কাজ করলে সবাই এমনই ভাবে’

বিনোদন ডেস্ক
৩০ মার্চ ২০১৭, ১৫:২৯আপডেট : ৩০ মার্চ ২০১৭, ১৭:৫৮

‘ক্রসিং’-এ জোভান ও নদী পর্দায় বেশ নিয়মিতই এখন ফারহান জোভান ও নাদিয়া খানম। এ জুটি আলোচনায় এসেছিলেন ‘ইচ্ছে মানুষ’ নামের একটি গানের ভিডিও দিয়ে। এরপর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মায়া’ দিয়েও প্রশংসিত হয়েছেন তারা।

আবার দু’জনার মধ্যে অভিনয়ের বাইরে হৃদয়ঘটিত একটা বিষয় রয়েছে বলেও কেউ কেউ বলতে চান ইদানীং! যদিও জোভানের ভাষ্য এমন, ‘এসব বাজে কথা। একসঙ্গে কয়েকটি কাজ করলে সবাই এমনই ভাবে। ভেবে নেয়। এটাই আমাদের অভ্যাস।’

এদিকে এসব প্রেমময় গুঞ্জন পেরিয়ে জোভান-নাদিয়া এবার আসছেন আরও একটি বিশেষ কাজ নিয়ে। তবে এবারের কাজটি নাটকের। সমসাময়িক টিন-এজ সম্পর্কের বৈচিত্রপূর্ণ টানাপোড়েন নিয়ে তরুণ পরিচালক অনন্য ইমন নির্মাণ করছেন নাটক ‘ক্রসিং’। এতে দেখা যাবে জোভান ও নাদিয়াকে। আরও আছেন শিখা, জিসান, রবিন, ইভানা ও মৌসুমী।
ক্রসিং’য়ের গল্পে দেখা যায়, আদিবা ও সেজান দু’জন টিন-এজার।
তারা একঘেঁয়েমি জীবনযাত্রায় বিরক্ত। তাই সমঝোতায় দু’জনই সম্পর্ক বিচ্ছেদ ঘটায়। তারপর শুরু হয় নতুন অন্যদের সঙ্গে সম্পর্ক তৈরির চেষ্টা আর ভয়ঙ্কর সব সিরিয়াস কমিক অভিজ্ঞতা। একজন রোবট তো অন্যজন ওভার স্মার্ট, একজন সারাদিন পার্লারে থাকে তো অন্যজন অহংকারী।
পরে দু’জনের না থাকে ফেরার উপায়, না থাকে নতুন কারও সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ। আবার তাদের সাহায্য করার মতোও কেউ নেই। ফলে দু’জনেই নানা কৌশল নেন। এগোয় নাটকের গল্প।

জোভান ও নাদিয়া নাদিয়ার সঙ্গে নিয়মিত কাজ করা প্রসঙ্গে জোভান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটা সম্ভবত নাদিয়ার সঙ্গে আমার দশ নম্বর নাটক। এর বাইরে মিউজিক ভিডিও, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তো আছেই। আমরা আসলে একসঙ্গে কাজ করতে এখন বেশ স্বাচ্ছ্ন্দ্যবোধ করি। দর্শকরাও সম্ভবত আমাদেরকে পছন্দ করেন। তো এবারও যে কাজটি করলাম- আশা করছি ভালো কিছু হবে। কারণ গল্পটা সুন্দর।’
পরিচালক জানান, নাটকটি শিগগিরই যেকোনও একটি বেসরকারি টিভিতে প্রচার হবে।

জোভান-নদী জুটির ‘মায়া’-


/এমআই/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!