X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সনুর ন্যাড়া মাথার জন্য পুরস্কার ঘোষণা!

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ এপ্রিল ২০১৭, ১৫:০১আপডেট : ১৯ এপ্রিল ২০১৭, ১৫:০৭

ধর্মনেতা সৈয়দ শাহ আতেফ আলি আল কাদেরি ও সনু নিগাম আজান নিয়ে মন্তব্য করে তুমুল সমালোচনার মুখে পড়ার পরও নিজের অবস্থানে অনড় থাকা ভারতীয় সংগীতশিল্পী সনু নিগামের জন্য পুরস্কার ঘোষণা করেছেন এক মুসলিম ধর্মীয় নেতা।
কলকাতাভিত্তিক মুসলিম ধর্মনেতা সৈয়দ শাহ আতেফ আলি আল কাদেরি ঘোষণা দেন, সনুর মাথা ন্যাড়া করতে পারলে ১০ লাখ রুপি পুরস্কার দেওয়া হবে।
এখানেও পিছু সরেননি সনু। নেতাকে তিনি তার বাড়িতে এসে মাথা ন্যাড়া করে দিয়ে যাওয়ার চ্যালেঞ্জ জানিয়েছেন। একইসঙ্গে সেই ধর্মীয় নেতা যেন ১০ লাখ রুপি মূল্যের পুরস্কার সঙ্গে করে নিয়ে আসেন তাও স্মরণ করিয়ে দিয়েছেন ওই সংগীতশিল্পী।

উল্লেখ্য, বলিউডের সংগীতশিল্পী সনু নিগাম সোমবার (১৬ এপ্রিল) সকালে এক টুইট বার্তায় লেখেন,প্রতিদিন ভোরে আজানের ‘কর্কশ’ শব্দের কারণে ঘুম ভেঙে যায় তার। এজন্য তিনি বিরক্ত হন।
এখানেই থেমে থাকেননি সনু। এরপর আরকেটি টুইটে তিনি বলেন, ‘মোহাম্মদের সময় তো বিদ্যুৎ ছিল না। এখন মাইক্রোফোনে আজানে সুর অনেক কর্কশ।’ সনু তার টুইটে আজানের ধ্বনিকে ‘জোর করে চাপিয়ে দেওয়া’ বলে উল্লেখ করেন।  
এমন মন্তব্যের পর তোপের মুখে পড়েন সনু। শুধু মুসলিম নয়, অমুসলিমরাও তার দিকে সমালোচনার তীর ছুঁড়তে শুরু করে।

এই প্রেক্ষাপটে মঙ্গলবার (১৭ এপ্রিল) মুসলিম ধর্মনেতা সৈয়দ শাহ আতেফ আলি আল কাদেরি সনুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ব্যক্তিগতভাবে পুরস্কার ঘোষণা করেন। সনুকে ন্যাড়া করে এবং গলায় ছেঁড়া জুতার মালা পরিয়ে যে দেশব্যাপী ঘুরাতে পারবে তার জন্য ১০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করেন কাদেরি। ২১ এপ্রিল রানি রাশমনি এভিনিউতে সনুর বিরুদ্ধে একটি সমাবেশেরও ডাক দেন তিনি।

আর সেই ঘোষণার জবাবে ওই ধর্মনেতার প্রতি পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সনু। টুইটারে তিনি লিখেছেন, ‘আজ দুপুর ২টায় আলেম আমার বাড়িতে আসবেন, এবং আমার মাথা ন্যাড়া করবেন। মৌলবী সাহেব আপনার ১০ লাখ রুপি প্রস্তুত রাখুন.....এবং ২টার সময় এখানে অংশ নেওয়ার জন্য সংবাদমাধ্যমকেও আমন্ত্রণ জানাচ্ছি।’ 

/এফইউ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!