X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ঢাকায় গ্যালাক্সির অভিভাবকরা, সঙ্গে ওয়াহিদ!

বিনোদন ডেস্ক
০৪ মে ২০১৭, ১৯:০৮আপডেট : ০৫ মে ২০১৭, ১৩:১১

ঢাকায় দ্বিতীয় মিশন নিয়ে আসছে গ্যালাক্সির অভিভাবকরা ২০১৪ সালে প্রথম সিনেমাটি মুক্তি পাওয়ার পর থেকেই এর সিক্যুয়ালের জন্য অপেক্ষা করছিলেন ভক্তরা। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে।

কাল, ৫ মে বিশ্বব্যাপী মুক্তি পেতে চলেছে ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি: ভলিউম টু’। বাংলাদেশের দর্শকরাও একই দিন থেকে ছবিটি দেখতে পারবেন রাজধানীর স্টার সিনেপ্লেক্সে। আরও চমকপ্রদ খবর হলো, এ ছবির ভিজ্যুয়াল ইফেক্টস টিমে কাজ করেছেন বাংলাদেশের ওয়াহিদ ইবনে  রেজা। মেথড ভিএফএক্স স্টুডিওর ভিএফএক্স প্রোডাকশন ম্যানেজার হিসেবে এর সঙ্গে যুক্ত হয়েছেন তিনি।
ওয়াহিদ ইবনে রেজা আগের ছবির মতো এ ছবির পরিচালকও জেমস গান। পরিবর্তন হয়নি অভিনয়শিল্পীদের তালিকাও। ক্রিস প্র্যাট, জো সালদানা, ভিন ডিজেল, ডেইভ বাতিস্তা, ব্র্যাডলি কুপারের মতো তারকারা আছেন যথারীতি। কাহিনির ধারাবাহিকতায় এবার নতুন মিশনে দেখা যাবে গ্যালাক্সি’র অভিভাবকদে। এ যাত্রায় সুপারহিরোরা আবির্ভূত হবেন আরও দুধর্ষ ভূমিকায়।
গেল ডিসেম্বরে ট্রেলার উন্মুক্ত হওয়ার পর ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ বেড়ে যায় কয়েকগুণ। এর চোখ ধাঁধানো ভিজ্যুয়াল ইফেক্টস রীতিমত মুগ্ধ করেছে সবাইকে। মাত্র ২৪ ঘণ্টায় ট্রেলারটি দেখা হয়েছে ৮  কোটি ১০ লাখ বার। এর মধ্য দিয়ে নতুন রেকর্ডও সৃষ্টি হয়েছে। মার্ভেল স্টুডিওসের আর কোনও টিজার-ট্রেলারে এত কম সময়ে এত হিট পড়েনি।
প্রথম ছবি ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি’ও বক্স অফিস মাত করেছিলো। মুক্তির প্রথম দিন শুধু টিকেট বিক্রি  থেকেই ছবিটি আয় করেছিলো ১ কোটি মার্কিন ডলার। ৩৫৪টি আইম্যাক্স প্রযুক্তির হলে মুক্তি পাওয়ার পর  সেখান থেকে ছবিটি তুলে এনেছে ১০ লাখ মার্কিন ডলার। মুক্তির প্রথম সপ্তাহে ‘গার্ডিয়ান’রা তুলে এনেছে ৯  কোটি মার্কিন ডলার, যা ওই বছর মারভেলের অন্য দুটি ছবি ‘এক্স মেন: ডেইজ অব দ্য ফিউচার পাস্ট’ এবং ‘দ্য অ্যামেইজিং স্পাইডার ম্যান টু’-এর রেকর্ডকে ছাড়িয়ে গেছে। আশা করা হচ্ছে এবারের ছবিটিও সাফল্যের নতুন রেকর্ড সৃষ্টি করবে। ট্রেলার প্রকাশের পরই যার আঁচ পাওয়া গেছে।
প্রথম ছবিতে পরিচালক জেমস গানের কাজ দেখে রীতিমত নড়ে চড়ে বসেছিলেন সমালোচকরা। ‘রটেন টমেটোস’, ‘দ্য হলিউড রিপোর্টার’-এর মতো নামজাদা সাময়িকীগুলো ছবিটিকে প্রশংসায় ভাসিয়েছে। এবার আরও এক ধাপ এগিয়ে যাওয়ার সম্ভাবনাই দেখছেন বিশ্লেষকরা।

/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!