X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

অশ্রুও আটকে রাখতে পারছি না: সুইফট

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৩ মে ২০১৭, ১৮:০৬আপডেট : ২৩ মে ২০১৭, ১৯:০০

বাঁ থেকে- ঘটনাস্থল, সুইফট ও গ্রান্ডে সোমবার (২২ মে) রাতে বোমা হামলার শিকার যুক্তরাজ্যের ম্যানচেস্টার অ্যারেনার পপ কনসার্টে সংগীত পরিবেশন করছিলেন মার্কিন সংগীতশিল্পী আরিয়ানা গ্রান্ডে। অবশ্য ওই বিস্ফোরণে প্রাণে বেঁচে যান তিনি। তবে গ্রান্ডে অক্ষত থাকলেও প্রাণ হারান ২২ জন। সোমবার রাতের ভয়াবহ সেই বিস্ফোরণ নিয়ে একটি টুইট করেছেন এ সংগীত শিল্পী। গ্রান্ডে জানিয়েছেন, ঘটনার আকস্মিকতায় তিনি বাকরুদ্ধ।
গ্রান্ডে লিখেছেন, ‘ভেঙে পড়েছি। অন্তরের অন্তঃস্থল থেকে আমি খুব খুব ব্যথিত। কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি।’
শোকার্ত আরিয়ানার পাশে দাঁড়িয়ে সহমর্মিতা প্রকাশ করেছেন সংগীত জগতের অনেকে।
আরিয়ানা গ্র্যান্ডের বন্ধু ও সহশিল্পী নিকি মিনাজ টুইটারে লিখেছেন, ‘যুক্তরাজ্যে মর্মান্তিক এ ঘটনাটি আমাকে ভীষণ আঘাত করেছে। আমার বোন, আরিয়ানা ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আমি ব্যথিত। এ ঘটনায় নিষ্পাপ প্রাণ ঝরেছে। এ খবর শুনে আমার খুব কষ্ট হচ্ছে।’
আরেক মার্কিন সংগীত তারকা টেইলর সুইফট লিখেছেন, ‘রাতে ম্যানচেস্টারের ওই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্তদের কথা আমার খুব মনে পড়ছে। তাদের জন্য প্রার্থনা করছি। অশ্রুও আটকে রাখতে পারছি না। সবার প্রতি আমার গভীর ভালোবাসা।’
ব্রুনো মারস লিখেছেন, ‘ম্যানচেস্টারে যা হয়েছে তা নিয়ে আমার অনুভূতি প্রকাশের ক্ষমতা নেই। আমি বিশ্বাস করতে পারছি না, যে বিশ্বে আমরা বসবাস করি তা এতোটা নৃশংস হতে পারে।’
ম্যানচেস্টারের ঘটনার প্রতি সহমর্মিতা প্রকাশ করে জেনিফার লোপেজ ও পিংকও আলাদা আলাদা বার্তা পাঠিয়েছেন।
কেবল মার্কিন সংগীতশিল্পীরাই নয়, যুক্তরাজ্যসহ অন্য দেশের সংগীত তারকারাও এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।
বলিউড তারকার শাহরুখ খান সকালে টুইট করেন, ‘এতগুলো জীবন হারিয়ে একটি দিন শুরু করাটা সত্যিই খুব কষ্টের।’ প্রিয়াঙ্কা লিখেছেন, ‘আমার দোয়া রইল গায়িকা আরিয়ানা ও সকলের প্রতি।’

ব্রিটিশ সংগীতশিল্পী ও গীতিকার হ্যারি স্টাইলস। তিনি লিখেছেন, ‘ম্যানচেস্টারে আজ রাতে যা হয়েছে তা নিয়ে আমি মর্মাহত। এ ঘটনায় ভুক্তভোগীদের সবার প্রতি আমার ভালোবাসা।’
নিউ জিল্যান্ডের সংগীতশিল্পী ও গীতিকার লর্ডে বলেন, ‘আজ রাতের ঘটনাটির জন্য সকল সংগীতশিল্পী কষ্ট ও দায়িত্ববোধ করবে- শোগুলো নিরাপদ হওয়া প্রয়োজন। সত্যিকার অর্থে এটি এক ভয়াবহ দুঃস্বপ্ন।’
সোমবার রাত ১০টা ৩৫ মিনিটে ম্যানচেস্টার অ্যারেনায় মার্কিন সংগীতশিল্পী আরিয়ানা গ্রান্ডের কনসার্টে এ বিস্ফোরণ হয়। ম্যানচেস্টার এরিনা কর্তৃপক্ষ জানায়, ভেন্যুর বাইরে এক জনসমাগম এলাকায় বিস্ফোরণ ঘটে। কনসার্টে সেসময় প্রায় ২১ হাজার মানুষ উপস্থিত ছিলেন।

/এফইউ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো