X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

শম্পা রেজার নতুন মূল্যায়ন, ‘আবারও জেসিয়াকে বেশি নম্বর দিয়েছি’

বিনোদন রিপোর্ট
০৩ অক্টোবর ২০১৭, ১৯:৫৮আপডেট : ০৪ অক্টোবর ২০১৭, ০৩:৫৭

জেসিয়া ইসলাম, (ডানে) শম্পা রেজা ও জান্নাতুল নাঈম এভ্রিল (ছবি-সাজ্জাদ হোসেন) প্রসঙ্গের শুরুতেই অভিনেত্রী শম্পা রেজাকে কিছুটা ক্ষুব্ধ মনে হলো। মঙ্গলবার (৩ অক্টোবর) বিকালে তার সঙ্গে কথা হচ্ছিল ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭’ নিয়ে। তিনি প্রথমেই জানিয়ে দিলেন ক্ষোভের কারণ। বললেন, ‘বিজয়ী তালিকা হিসেবে যেটা ঘোষণা হয়েছে, সেটা আয়োজক অন্তর শোবিজের পছন্দ ছিল। এর মধ্যে পুরো বিচার প্রক্রিয়াকেই অসম্মানিত করেছেন আয়োজকরা। আমি নিজেকে কখনও অসম্মানিত হওয়ার সুযোগ দেই না। তারা যা করেছে, এর মাধ্যমে বিচার প্রক্রিয়াই অসম্মানিত হয়েছে।’

গত ২৯ সেপ্টেম্বর রাতে বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির নবরাত্রি মিলনায়তনে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হিসেবে জান্নাতুল নাঈমের নাম ঘোষণার ঘটনা নিয়ে হতাশা প্রকাশ করেন শম্পা রেজা। যদিও গ্র্যান্ড ফিনালেতে উপস্থাপিকা ভারতীয় মডেল-অভিনেত্রী শিনা চৌহান জানিয়েছিলেন, শীর্ষ ১০ প্রতিযোগীর মধ্যে সেরা হয়েছেন জান্নাতুল সুমাইয়া হিমি। অথচ বিচারকদের বেশি নম্বর পেয়েছেন জেসিয়া! এ ঘটনার পর থেকেই অনুষ্ঠানটিকে ঘিরে আলোচনা-সমালোচনায় মুখর বিনোদন অঙ্গন। এর মধ্যে এভ্রিলের বিয়ের খবর ফাঁস হওয়ায় বিব্রতকর অবস্থায় পড়েন আয়োজকরা। নিয়ম অনুযায়ী বিবাহিতা কিংবা সন্তানের মা হয়েছেন এমন কেউ মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।

জানা গেছে, বর্তমান পরিস্থিতি সামাল দিতে আয়োজকরা প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে দায়িত্ব পালন করা বিচারকদের দ্বারস্থ হয়েছেন। আবারও তাদের নম্বর নিয়েছেন। বাংলা ট্রিবিউনকে খবরটি নিশ্চিত করেন শম্পা রেজা। তিনি বলেছেন, ‘অন্তর শোবিজ থেকে আমাদের বিচারকদের সঙ্গে যোগাযোগ করেছিল। আমি নতুন করে প্রতিযোগীদের মার্কিং করেছি। শুরুতেই বলে নিয়েছিলাম, এটা পরিবর্তন করা হলে আমি মার্কিং দেবো না। তাদের মত নিয়ে নতুনভাবে শিট তৈরি করে দিয়েছি। গত শিটের মতোই এবারও জেসিয়া ইসলাম আমার কাছ থেকে বেশি নম্বর পেয়েছে।’

বিষয়টি নিয়ে প্রতিযোগিতার বেশ কয়েকজন বিচারকের সঙ্গে যোগাযোগ করা হয়। এর মধ্যে জুয়েল আইচ জানান, তার সঙ্গে আয়োজকরা যোগাযোগ করলেও চূড়ান্তভাবে কিছু জানতে চাননি। আরেক বিচারক বিবি রাসেলের পক্ষ থেকে জানানো হয়, নিয়ম অনুযায়ীই সব হবে।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, জান্নাতুল নাঈম এভ্রিলের খেতাব ইতোমধ্যে বাতিল করা হয়েছে। এজন্য রাজধানীর গুলশানে একটি পাঁচতারকা হোটেলে সংবাদ সম্মেলেন আয়োজন করেছে অন্তর শোবিজ ও ওমিকন এন্টারটেইনমেন্ট। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হিসেবে বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় শেষ পর্যন্ত কে যাচ্ছেন তার নাম ঘোষণা করবেন বিচারকরা। সময়টা বুধবার (৪ অক্টোবর) বিকাল ৪টা...

/এমআই/এম/জেএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!