X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আমিরের বড় ‘সিক্রেট’ ফাঁস করলেন জায়রা

বিনোদন ডেস্ক
২০ অক্টোবর ২০১৭, ০০:১০আপডেট : ২০ অক্টোবর ২০১৭, ০০:১০

জায়রা ও আমিরপর্দায় যতই ‘মিস্টার পারফেকশনিস্ট’ হন, ব্যক্তিজীবনে ঠিকই খুঁত আছে বলিউড সুপারস্টার আমির খানের। তার সবচেয়ে বড় সেই ‘সিক্রেট’ কী? কোন দিকটি সবার অজানা? ‘সিক্রেট সুপারস্টার’ তারকা জায়রা ওয়াসিম ফাঁস করলেন সেটাই!
ভারতের সংবাদ সংস্থা হিন্দুস্তান টাইমস-এর আয়োজনে এক অনুষ্ঠানে জায়রা বলেছেন, ‘গোসল করতে মোটেই ভালো লাগে না আমির স্যারের! তাছাড়া লাউড মিউজিক পছন্দ করেন না তিনি।’ এ সময় আমির এবং পরিচালক অদ্বৈত চন্দনও ছিলেন।
১৬ বছর বয়সী জায়রার মুখে নিজের সবচেয়ে বড় ‘সিক্রেট’ শুনে হেসে ফেলেছেন আমির। হাসিতে ফেটে পড়েন পরিচালক আর হিন্দুস্তান টাইমস-এর কর্মীরাও।
‘সিক্রেট সুপারস্টার’-এর গল্প মুসলিম কিশোরী ইনসুকে ঘিরে। তার স্বপ্ন গায়িকা হওয়া। সে গিটার বাজাতে পারে ভালো। কিন্তু রক্ষণশীল বাবার প্রতিবন্ধকতার মুখে পড়তে হয় তাকে। এর মধ্যে তার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় পাগলাটে সংগীতশিল্পী শক্তি কুমার। এরপর ইউটিউবে নিজের গান ছেড়ে তারকা হয়ে ওঠে ইনসু।

শক্তি কুমার চরিত্রের জন্য আমির খানের প্রস্তুতির ভিডিও:

ছবিটি প্রযোজনার পাশাপাশি শক্তি কুমারের ভূমিকায় অভিনয়ও করেছেন আমির। তবে তার উপস্থিতি মাত্র আধঘণ্টার। চরিত্রটি নিয়ে ৫২ বছর বয়সী এই অভিনেতা বলেন, ‘‘পরিচালক অদ্বৈত মৌলিক একটি চরিত্র লিখেছেন। যেখানে শক্তি কুমারের সঙ্গে ‘থ্রি ইডিয়টস’-এর রাঞ্চো, ‘তারে জামিন পার’-এর রাম শঙ্কর নিকুম্ভর সঙ্গে কিছুটা সাদৃশ্য আছে।’’  
গত বছরের ব্লকবাস্টার ‘দঙ্গল’ ছবির মাধ্যমে বলিউডে স্বপ্নের অভিষেক হয় জায়রার। এ নিয়ে দ্বিতীয়বার তিনি কাজ করলেন আমিরের সঙ্গে। দীপাবলি উপলক্ষে ‘সিক্রেট সুপারস্টার’ মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (১৯ অক্টোবর)। ইতোমধ্যে এটি দেখে বলিউড তারকারা বলে দিয়েছেন, ২০১৭ সালে বলিউডের সেরা ছবি এটাই!
‘সিক্রেট সুপারস্টার’ ছবির ট্রেলার:


/জেএইচ/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!