X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

দিল্লি যাচ্ছে ‘ওয়াটারনেস’

বিনোদন রিপোর্ট
০৮ নভেম্বর ২০১৭, ০০:০৮আপডেট : ০৮ নভেম্বর ২০১৭, ০২:১৭

‘ওয়াটারনেস’-এর দৃশ্যে পূজা সেনগুপ্ত ও সহশিল্পী দিল্লি ইন্টারন্যাশনাল আর্টস ফেস্টিভ্যালের ১১তম আসরে আমন্ত্রণ পেয়েছে তুরঙ্গমী রেপার্টরি ড্যান্স থিয়েটারের ‘ওয়াটারনেস’। আগামী ১৪ নভেম্বর দিল্লির কামানী মিলনায়তনে এর অষ্টম মঞ্চায়ন হবে।
তুরঙ্গমী রেপার্টরি ড্যান্স থিয়েটারের আর্টিস্টিক ডিরেক্টর পূজা সেনগুপ্ত বাংলা ট্রিবিউনকে জানান, আগামী ১৩ নভেম্বর তারা দিল্লি যাচ্ছেন। দলটিতে তিনিসহ থাকবেন ১৪ জন। তাদের এই সফরের পৃষ্ঠপোষক ভারত-বাংলাদেশ ফাউন্ডেশন।
উৎসবটি আয়োজন করছে দিল্লি ইন্টারন্যাশনাল আর্টস ফেস্টিভ্যাল আয়োজক কমিটি, ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় ও ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের ছায়া অবলম্বনে জল ও নারীর সম্পর্ক নিয়ে সাজানো হয়েছে ‘ওয়াটারনেস’। ২০১৫ সালে এটি প্রথম মঞ্চে আসে। ৪৫ মিনিট ব্যপ্তির এই প্রযোজনার মূল ভাবনা, নকশা, নৃত্য পরিচালনা ও নির্দেশনায় পূজা সেনগুপ্ত। পাণ্ডুলিপি লিখেছেন ধীমান ভট্টাচার্য, সংগীত পরিচালনায় সুমন সরকার।
নৃত্য ও অভিনয়ে অংশ নিয়েছেন পূজা সেনগুপ্ত, আতিক রহমান, আবু নাঈম, ইয়াসনা রহমান, শ্রেয়সী ত্রয়ী, সুস্মিতা লোপা, আফসানা দীপ্তি, জয়তী রায়, নূরে-সাবা নিশিথা প্রমুখ।
গত মাসে ভিয়েতনামে আন্তর্জাতিক নৃত্য উৎসবে ‘অনামিকা সাগরকন্যা’ প্রযোজনার জন্য জুরি বোর্ডের সম্মানসূচক সনদপত্র পেয়েছে তুরঙ্গমী রেপার্টরি ড্যান্স থিয়েটার। ভিয়েতনাম সরকারের সংস্কৃতি, যুব ও পর্যটন মন্ত্রনালয়ের আয়োজনে নিন বিন কনভেনশন সেন্টারে মঞ্চস্থ হয় প্রযোজনাটি।

/জেডএল/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!