X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

পুলিশ থেকে আবার ভিলেন!

বিনোদন রিপোর্ট
০৯ নভেম্বর ২০১৭, ১৭:২৮আপডেট : ০৯ নভেম্বর ২০১৭, ১৭:৩১

‘নিবাস’ ছবির শুটিংয়ে বান্দরবানে শতাব্দী ওয়াদুদ পুলিশের ভূমিকায় হাততালি পাওয়ার পর আবার ভিলেন হয়ে গেলেন শতাব্দী ওয়াদুদ! ‘ঢাকা অ্যাটাক’ ছবিতে পুলিশের গোয়েন্দা বিভাগের কর্মকর্তা সাজেদুল করিম চরিত্রে তার অভিনয় প্রশংসিত হয়েছে। এবার নেতিবাচক চরিত্রে দেখা যাবে তাকে। ছবিটির নাম ‘নিবাস’।
শতাব্দী এর আগেও বড় পর্দায় নেতিবাচক চরিত্রে কাজ করেছেন। তবে এবারের ভিলেন চরিত্রটি একটু আলাদা। শতাব্দী জানালেন, পাহাড়ি মানুষের সরলতার সুযোগ নিয়ে এক ভয়ানক ফাঁদ তৈরি করেন তিনি। গ্রাম্য দালাল প্রকৃতির এক নিষ্ঠুর মানুষ তিনি। সে এই সমাজেরই প্রতিচ্ছবি।
এদিকে ছবিটির পরিচালক রানা মাসুদ বাংলা ট্রিবিউনকে বললেন, ‘‘নিবাস’ একটি মানবিকতার গল্প। দর্শকরা এ ছবিতে মানবিকতার জয়গান দেখবে বলে আশা করছি।’ বিদেশি গল্পের ছায়া অবলম্বনে এর চিত্রনাট্য তৈরি করেছেন নির্মাতা নিজেই।
ছবিটিতে আরও অভিনয় করছেন মং মারমাসহ বেশ ক’জন আদিবাসী। গত ৪ থেকে ৬ নভেম্বর বান্দরবানে ছবিটির শুটিং হয়। এই কদিন পুরো ইউনিট সেখানকার পাহাড়-পর্বতে ব্যস্ত ছিল শুটিংয়ের কাজে।
প্রযোজনায় ফেরিওয়ালা কমিউনিকেশনস। আগামী বছর ছবিটি মুক্তি পেতে পারে বলে জানান পরিচালক।
প্রসঙ্গত, ২০১১ সালে ‘গেরিলা’র জন্য ৩৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা খল অভিনেতার পুরস্কার পান শতাব্দী ওয়াদুদ। গত বছর পিএ কাজলের পরিচালনায় ‘চোখের দেখা’য় নেতিবাচক চরিত্রে কাজ করেন তিনি।

/জেডএল/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’
সিনেমা নির্মাণে দিতিকন্যা, নির্বাহী প্রযোজক বাঁধন
সিনেমা নির্মাণে দিতিকন্যা, নির্বাহী প্রযোজক বাঁধন
কলিম শরাফীর জন্মশতবার্ষিকীতে শর্মিলার অ্যালবাম
কলিম শরাফীর জন্মশতবার্ষিকীতে শর্মিলার অ্যালবাম
উঠলো অভিযোগ, তবু অন্তর্জালে ‘মা লো মা’ ঝড়!
উঠলো অভিযোগ, তবু অন্তর্জালে ‘মা লো মা’ ঝড়!