X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১
জন্মদিনে স্মরণ

জানতাম না তিনি এ কাণ্ডটি করেছেন

জুয়েল আইচ, জাদুশিল্পী
১৩ নভেম্বর ২০১৭, ০৯:৪৪আপডেট : ১৩ নভেম্বর ২০১৭, ১৫:৪২

কোনও এক অনুষ্ঠানে জুয়েল আইচ ও হ‌ুমায়ূন আহমেদ হ‌ুমায়ূন ভাই একবার ভরা মজলিশে আমার সম্পর্কে একটা কথা বললেন। বিষয়টি বলতে আমি নিজেই একটু সংকোচবোধ করি। তাও বলছি, তিনি বলেন, ‘জুয়েল আইচের দুর্ভাগ্য তার জন্ম এদেশে হয়েছে। সে পাশ্চাত্যের কোনও দেশে জন্মালে তার অবস্থান অন্যরকম হতো। কিংবা আমাদের দুর্ভাগ্য জুয়েল আইচকে আমরা তুলে ধরতে পারিনি।’ এরপরই তিনি একটা বই উৎসর্গ করেন।

বইটির নাম ‘বাসর’। আমি জানতাম না তিনি এ কাণ্ডটি করেছেন। আমি অনেকদিন পর আজিজ সুপার মার্কেটে গিয়েছি। তখন দেখি লোকে এ কথাটি বলছে। এরপর একটি মেয়ে উৎসর্গপত্রের পাশে কমেন্ট লিখে আমার কাছে আনে। সাধারণত লেখকের স্বাক্ষর চায়। কিন্তু সে চায় আমার স্বাক্ষর। আমি তখন স্বাক্ষর করে দিই। বিষয়টা খুবই আনন্দের।

এরপর ‘কালো যাদুকর’ নামের আরও একটি বই তিনি আমাকে উৎসর্গ করেন।

সেখানে তিনি লেখেন,

‘জুয়েল আইচ,

জাদুবিদ্যার এভারেস্টে যিনি উঠেছেন। এভারেস্টজয়ীরা শৃঙ্গ বিজয়ের পর নেমে আসেন। ইনি নামতে ভুলে গেছেন।’

সত্যিই তার মতো লোকের কাছে এমন কথা খুবই ভালো লাগার। শুধু তাই নয়, তিনি আমার ছোট ভাই শংকু আইচকে ‘এই শুভ্র এই’ বইটি উৎসর্গ করেছেন।

সেখানে লেখা, ‘বইটিতে শুভ্র নাম লেখা হলেও এটির নায়ক শংকু আইচ, জুয়েল আইচের ভাই’।

হ‌ুমায়ূন ভাইয়ের ম্যাজিকের প্রতি অসম্ভব দুর্বলতা ছিল। তিনি সুটকেস ভর্তি করে বই কিনতেন। যার মধ্যে থাকত ম্যাজিকের বই। ‘হিস্ট্রি অব ম্যাজিক’, ‘ম্যাজিক ডিকশনারি’ মতো অসংখ্য বই তার ছিল মুখস্থ। সেগুলো নিয়ে কথা বলতেন। আমি তার আগ্রহ দেখে অবাক হতাম।

অনুলিখন: ওয়ালিউল মুক্তা

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!