X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

ডিরেক্টর-প্রডিউসার বিড়াল, শিল্পীরা লেজ: আবদুল আজিজ (ভিডিও)

বিনোদন রিপোর্ট
২২ নভেম্বর ২০১৭, ১৫:১৪আপডেট : ২২ নভেম্বর ২০১৭, ১৬:২৭

 

বক্তব্য রাখছেন আবদুল আজিজ (মাঝে)। ছবি সাজ্জাদ হোসেন শাকিব খান ও ববির নতুন ছবি ‘নোলক’-এর মহরত হলো গতকাল ২১ নভেম্বর। রাজধানীর পাঁচ তারকা হোটেল ওয়েস্টিনে এটি অনুষ্ঠিত। এতে ছবির কলাকুশলীরা ছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ।
বক্তব্য দেওয়ার সময় এ প্রযোজক-পরিচালক উল্লেখ করেন, ছবির প্রথম দুই ব্যক্তি হলেন প্রযোজক ও পরিচালক। তবে শিল্পীদের অবস্থান তৃতীয় স্থানেও নেই।

আবদুল আজিজ বলেন, ‘আমি সবার আগে ধন্যবাদ দিতে চাই এই ছবির পরিচালক ও প্রযোজককে, তারা দুজনই নতুন, তারপর এখানে শিল্পী হিসেবে যারা উপস্থিত আছেন, তাদেরকেও ধন্যবাদ। একটি ছবির প্রধান দুই ব্যক্তি হলেন প্রযোজক ও পরিচালক। তবে শিল্পীরা ভাববেন না, তৃতীয় ব্যক্তি হিসেবে আপনাদের কথা বলব! কারণ আমি যদি চলচ্চিত্রকে একটি বিড়ালের সঙ্গে তুলনা করি তাহলে পরিচালক ও প্রযোজক হচ্ছে বিড়াল আর শিল্পীরা হচ্ছেন লেজ। আমরা সব সময় দেখেছি বিড়াল লেজ নাড়ায়, কিন্তু এখন আমাদের ইন্ডাস্ট্রিতে লেজ বিড়ালকে নাড়াচ্ছে! এটা অশুভ।’

তিনি আরও বলেন, ‘‘যেহেতু এখন লেজ বিড়াল নাড়াচ্ছে, সে কারণে এখন অনেকে বাংলাদেশে শুটিং করার সুযোগ পাচ্ছে না, হায়দরাবাদে চলে যাচ্ছে। জাজ মাল্টিমিডিয়া এই প্রথম বাংলাদেশের ছবি ‘বেপরোয়া’ হায়দরাবাদে শেষ করল। সেখানে শুটিং করাতে, অন্য প্রযোজকের চিন্তার জায়গাটা খুলে গেল। খরচ সেখানে কম হয়, কোনও সেট নির্মাণ করতে হয় না।’’

বিএফডিসির চলচ্চিত্র পরিবারকে ইঙ্গিত করে আব্দুল আজিজ আরও বলেন, ‘‘আমরাসহ আরও প্রযোজক এখন সেখানে (ভারতে) শুটিং করা শুরু করছে, কারণ হচ্ছে সেই লেজ। তাই লেজকে বলছি আপানরা বিড়াল নাড়ানো বন্ধ করেন, তা না হলে সবাই যখন দেশে শুটিং বন্ধ করে দেবে, তখন বাংলাদেশের টেকনিশিয়ানদের হাতে কোনও কাজ থাকছে না। বিড়াল নাড়ানোর শক্তি কিন্তু লেজের বেশিক্ষণ থাকে না। লেজ দিয়ে বিড়াল নাড়িয়ে আমাদের টেকনিশিয়ানদের ক্ষতি করবেন না। আমি বলছি ‘গুড ফর নাথিংয়ের’ কথা।’’

আবদুল আজিজের এমন বক্তব্যের সময় পাশে উপস্থিত মৌসুমী ও শাকিব খানকে বিব্রত দেখায়। তারা বিষয়টি নিয়ে কথা বলতে চাননি।

আবদুল আজিজের বক্তব্য: 

‘নোলক’-এর কেন্দ্রীয় চরিত্রে আছেন শাকিব খান ও ববি। রাশেদ রাহা পরিচালিত ও বি হ্যাপি এন্টারটেইনমেন্ট প্রযোজনার এ ছবিটির মহরতে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আরও ছিলেন চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ, মুশফিকুর রহমান গুলজার, নাসিরউদ্দিন দিলু, প্রযোজক আবদুল আজিজ, চিত্রনায়িকা মৌসুমীসহ অনেকে। মহরত উপস্থাপনা করেন ইমতু রাতিশ।

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সিনেমা নির্মাণে দিতিকন্যা, নির্বাহী প্রযোজক বাঁধন
সিনেমা নির্মাণে দিতিকন্যা, নির্বাহী প্রযোজক বাঁধন
কলিম শরাফীর জন্মশতবার্ষিকীতে শর্মিলার অ্যালবাম
কলিম শরাফীর জন্মশতবার্ষিকীতে শর্মিলার অ্যালবাম
উঠলো অভিযোগ, তবু অন্তর্জালে ‘মা লো মা’ ঝড়!
উঠলো অভিযোগ, তবু অন্তর্জালে ‘মা লো মা’ ঝড়!
‘চুম্বন’ দৃশ্য প্রসঙ্গে বিস্ফোরক এমিলি ব্লান্ট!
‘চুম্বন’ দৃশ্য প্রসঙ্গে বিস্ফোরক এমিলি ব্লান্ট!
বিচ্ছেদ নয়, যে কারণে বিয়ের ছবি মুছলেন রণবীর
বিচ্ছেদ নয়, যে কারণে বিয়ের ছবি মুছলেন রণবীর