X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

পরমব্রত-প্রিয়াঙ্কার ছবিতে অণিমা রায়

বিনোদন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০১৭, ১৯:২৬আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৭, ১৫:০১

মহরত অনুষ্ঠানে অণিমা, পরমব্রত ও প্রিয়াঙ্কা ভারতের বাংলা ছবিতে গান করছেন এ প্রজন্মের অন্যতম রবীন্দ্রসংগীতশিল্পী অণিমা রায়। সিনেমাটির নাম ‘রিইউনিয়ন’।

গত ১১ ডিসেম্বর কলকাতার এক পাঁচতারা হোটেলে আয়োজিত ছবিটির জমকালো মহরত অনুষ্ঠানে এমনটাই ঘোষণা দেন ছবির দুই পরিচালক নবারুণ সেন ও মুরারি রক্ষিত।
এ সময় অণিমা রায় ছাড়াও মহরতে উপস্থিত ছিলেন ছবিটির প্রধান দুই চরিত্র পরমব্রত চট্টোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকার।
অণিমা রায় বলেন, ‘দিনটি সত্যি বিশেষ ছিল। ভারতীয় বাংলা সিনেমায় প্রথমবারের মতো প্লেব্যাক করছি এবং সেটা অবশ্যই রবীন্দ্রসংগীত। প্রার্থনা করবেন সিনেমাটিতে আমার গানটি যেন অন্য মাত্রা যোগ করতে পারে। সিনেমাটির জন্য শুভকামনা থাকলো।’
বুধবার কলকাতা থেকে অণিমা বাংলা ট্রিবিউনকে জানান, জয় সরকারের সংগীতায়োজনে রবীন্দ্রনাথের ‘সহেনা যাতনা’ গানটি গাইবেন সিনেমাটির জন্য। জানুয়ারিতে গানটি রেকর্ড করা হবে ।
ছবির প্রধান দুই চরিত্রে পরমব্রত ও প্রিয়াঙ্কা ছাড়াও অভিনয় করছেন রাহুল বন্দ্যোপাধ্যায়, সমদর্শী দত্ত, সায়নী ঘোষ, সৌরভ দাস, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
প্রসঙ্গত, রেডিও, টেলিভিশন, মঞ্চে নিয়মিত রবীন্দ্রসংগীত গাওয়ার পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন অণিমা রায়।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
কান উৎসব ২০২৪কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’