X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য…

বিনোদন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০১৭, ১৪:৫৬আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৭, ১৮:২৫

শবনম ফারিয়া শনিবার (২৩ ডিসেম্বর) মধ্যরাতে হঠাৎই ফেসবুক লাইভে এলেন শবনম ফারিয়া। তবে অন্যান্য লাইভের চেয়ে একটু আলাদা। কারণ তিনি ভিন্ন একটা আহ্বান জানালেন সবার কাছে।

‘প্রজেক্ট আলোকিত শিশু’ নামের একটি সংগঠন দীর্ঘদিন ধরে সামাজিক সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করে আসছে। তাদের জন্য একটি স্কুল তৈরি করতে ফান্ড গঠন করতে যাচ্ছে সংগঠনটি। আর এ জন্য ২৫ ডিসেম্বর এক অনুষ্ঠানের আয়োজন করেছে সংগঠনটি। সেখানেই অংশ নেওয়ার জন্য আহ্বান জানান শবনম ফারিয়া।
তিনি বলেন, ‘এটি পুরোপুরি সেচ্ছাসেবীদের সংগঠন। আমার এক জন্মদিনে সেই শিশুদের সঙ্গে কাটিয়েছিলাম। কালকের অনুষ্ঠানেও আমি যাব। আরও যাবেন সিয়াম, মৌসুমী, ঊর্মিলা, প্রভাসহ অনেকে।’
জানা গেছে, ‘আলোকিত শিশু ফেস্ট’ নামের এ অনুষ্ঠানটি হবে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত।
এতে আরও অংশ নেবেন শম্পা রেজা, চঞ্চল চৌধুরী, আরেফ সায়েদ, সোলায়মান সুখন, প্রীত রেজা, আনন্দ, ফয়সাল রদ্দিসহ অনেকে।
প্রোজেক্ট আলোকিত শিশু গত দুই বছর ধরে মুন্সিগঞ্জের বেদে সম্প্রদায়ের বাচ্চাদের পড়াশুনা শিখিয়ে আসছে। তাদের জন্যই করা হচ্ছে এই ‘আলোকিত শিশু ফেস্ট’!
আগামীকালের অনুষ্ঠানের টিকিট মূল্য রাখা হচ্ছে ৫০০ টাকা। এটি সংগ্রহ করা যাবে তাদের ফেসবুক পেজের মাধ্যমে।

ফারিয়ার ফেসবুক লাইভ:

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
কান উৎসব ২০২৪কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!