X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

শিশুদের জন্য জয়া আহসানের ইশকুল

বিনোদন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০১৭, ১৮:২৬আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৭, ১০:৫৮

ইশকুলে শিশুদের মাঝে জয়া জয়া আহসান অভিনয়ের আঙিনায় আলো ছড়িয়ে যাচ্ছেন দেশ থেকে বিদেশে। তবে অভিনয়ের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা এবং শিশুদের প্রতি ভালো লাগা থেকে সম্প্রতি একটি ইশকুলের উদ্বোধনী আয়োজনে দেখা গেছে তাকে।
তবে সেটা ব্যস্ত নগরী ঢাকায় নয়, গত হওয়া শুক্রবার (২৯ ডিসেম্বর) সিলেটের ‘কিডস ক্যাম্পাস’ নামের প্রি-স্কুল ও থিম পার্কের সঙ্গে নিজেকে যুক্ত করেছেন দুই বাংলা জয় করা এই অভিনেত্রী।
এ প্রসঙ্গে জয়া বলেন, ‘আমি অভিনয়ে আসার আগে ছাত্রাবস্থায় একটি ইংরেজিমাধ্যম স্কুলের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেছিলাম। তাছাড়া আমার মা রেহানা মাসউদ-ও ঢাকায় একটি প্রথম সারির স্কুলের শিক্ষক হিসেবে কর্মরত আছেন। সেই টান কিংবা তাড়না থেকেই শিশুদের জন্য সিলেটের কাজীটুলায় গড়ে ওঠা এই স্কুলের প্রথম দিনে ঢাকা থেকে ছুটে এসেছি।’
জানা যায়, শুধু স্কুলই নয় এখানে শিশুদের মানসিক বিকাশ সাধনের জন্য রয়েছে একটি থিম পার্কও।
জয়া বলেন, ‘আমার প্রত্যাশা পড়াশোনার পাশাপাশি দেশের প্রতিটি স্কুলের শিশুরা যেন জোছনা দেখা, বৃষ্টিতে ভেজা, খালি পায়ে মাটিতে হাঁটার স্বাদ সম্পর্কে জানতে পারে। সর্বোপরি কীভাবে বিশ্ব দরবারে নিজের ভাষাকে, দেশকে তুলে ধরতে পারবে- সে বিষয়গুলোও শেখানো উচিত শিশুদের।’
শিশুদের জন্য জয়া আহসানের ইশকুল ২৯ ডিসেম্বর সিলেটে ‘কিডস ক্যাম্পাস’-এর উদ্বোধনী আয়োজনে জয়া আহসান ছাড়াও স্কুলের চেয়ারম্যান মোঃ আব্দুল ওয়াদুদ তপাদার, ব্যবস্থাপনা পরিচালক মির্জা তারেক বেগ, প্রিন্সিপাল আতিয়া রসূলসহ পরিচালনা পর্ষদের সব পরিচালকরা উপস্থিত ছিলেন।
শিশুদের জন্য ভবিষ্যতে আরও অনেক কাজ করার প্রত্যয় ব্যক্ত করে জয়া জানান, আসছে শুক্রবার (৫ জানুয়ারি) শিশুদের নিয়ে তার নতুন চলচ্চিত্র ‘পুত্র’ মুক্তি পাবে। সরকারি অনুদানপ্রাপ্ত এ ছবিটি দেখার জন্য জয়া বিশেষভাবে অনুরোধ করেন সবাইকে।
জয়া বলেন, ‘‘কিছু চলচ্চিত্র আমাদের বিনোদিত করে। কিছু চলচ্চিত্র বিকশিত করে। ‘পুত্র’ আমাদের শুধু বিনোদনই দেবে না, বোধের জায়গাগুলোও নতুন করে জাগিয়ে তুলবে বলে আমার বিশ্বাস। আশা করছি সব দর্শক হলে এসে ছবিটি দেখবেন।’’

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
উঠলো অভিযোগ, তবু অন্তর্জালে ‘মা লো মা’ ঝড়!
উঠলো অভিযোগ, তবু অন্তর্জালে ‘মা লো মা’ ঝড়!
‘চুম্বন’ দৃশ্য প্রসঙ্গে বিস্ফোরক এমিলি ব্লান্ট!
‘চুম্বন’ দৃশ্য প্রসঙ্গে বিস্ফোরক এমিলি ব্লান্ট!
বিচ্ছেদ নয়, যে কারণে বিয়ের ছবি মুছলেন রণবীর
বিচ্ছেদ নয়, যে কারণে বিয়ের ছবি মুছলেন রণবীর
ঢাকাই সিনেমায় রবীন্দ্রনাথ...
কবিগুরুর ১৬২তম জন্মজয়ন্তীঢাকাই সিনেমায় রবীন্দ্রনাথ...
কবিগুরুর  ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
কবিগুরুর ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন