X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আরটিভির ব্যানারে তৌসিফের বিপরীতে লিজা!

বিনোদন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০১৮, ১৪:৩৫আপডেট : ১৬ জানুয়ারি ২০১৮, ২১:৫৩

দেশের অন্যতম টিভি চ্যানেল আরটিভি এরই মধ্যে চলচ্চিত্র প্রযোজনায় নাম লিখিয়েছে। চমকে ভরা শুটিং চলতি এই ছবিটির নাম ‘যদি একদিন’। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় এতে অভিনয় করছেন তাহসান, তাসকিন আর কলকাতার শ্রাবন্তী।
শুটিংয়ে লিজা ও তৌসিফ এদিকে চ্যানেলটি নতুন আরেকটি চমক দিতে যাচ্ছে। প্রথমবারের মতো তাদের ব্যানারে নির্মিত হচ্ছে একটি মিউজিক্যাল ফিল্ম। সোমবার (১৫ জানুয়ারি) থেকে সিলেটের বিভিন্ন লোকেশনে এর শুটিং শুরু হয়েছে। ‘আসমানী’ নামের এই মিউজিক্যাল ফিল্মে মডেল-অভিনেতা তৌসিফের বিপরীতে কাজ করছেন গ্ল্যামারাস সুকণ্ঠী সানিয়া সুলতানা লিজা।
চ্যানেলটির সিনিয়র প্রযোজক সোহেল রানা বিদ্যুৎ এটি নির্মাণ করছেন। তিনি ১৬ জানুয়ারি বাংলা ট্রিবিউনকে জানান, ১৫ জানুয়ারি থেকে ‘আসমানী’র শুটিং শুরু হয়েছে সিলেটে। সেখানকার মাধবপুর টি স্টেট ও লেক, লাউয়াছড়া জাতীয় উদ্যান এবং গ্র্যান্ড সুলতান হোটেলের বিভিন্ন লোকেশনে আরটিভির বড় একটি ইউনিট কাজ করছে তৌসিফ-লিজাকে নিয়ে।
‘আসমানী’ প্রসঙ্গে লিজা জানান, এটি মূলত শফিক তুহিনের কথা-সুরে তার গাওয়া একটি গান। সেই গানের সূত্র ধরে তৈরি হয়েছে একটি অসাধারণ গল্প। যে গল্পের নায়িকা হলেন তিনি আর নায়ক তৌসিফ।
লিজা বলেন, ‘প্রথমত আরটিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ। কারণ, তারা এ ধরনের কাজ এর আগে করেনি। একটি অডিও গান নিয়ে টিভি চ্যানেলটি যেভাবে যত বড় দৃষ্টিভঙ্গিতে ভেবেছে সেটা সত্যিই ভাবা যায় না। সিলেটে আমরা টানা শুটিং করছি। আশা করছি কাজটি সবাইকে মুগ্ধ করবে।’
এদিকে ‘আসামানী’র পরিচালক সোহেল রানা বিদ্যুৎ বলেন, ‘তৌসিফের সঙ্গে লিজাকে দারুণ মানিয়েছে। ক্যামেরার মনিটরে তাদের রসায়ন দেখে মুগ্ধ হচ্ছি। আশা করছি পুরো কাজটি প্রকাশের পর সবাই একটা চমক পাবেন। আগাম এর বেশি বলতে চাই না।’
আরটিভি সূত্রে জানা গেছে, শিগগিরই ‘আসমানী’ প্রকাশ পাবে চ্যানেলটির পর্দায়। পাশাপাশি তাদের ইউটিউব চ্যানেলেও প্রকাশ পাবে।

/এস/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!