X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

হাবিব-এলভিন: বছর দশেক পর...

বিনোদন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০১৮, ১৭:৫৩আপডেট : ৩০ জানুয়ারি ২০১৮, ১৯:০৫

সম্প্রতি হাবিবের স্টুডিওতে এলভিন হাবিব ওয়াহিদের বেজায় ভক্ত এলভিন। ২০০৮ সালে এক বন্ধুর মাধ্যমে প্রিয় গায়কের সঙ্গে দেখা করতে যান ধানমন্ডির স্টুডিওতে। সেদিন কথার ছলে এলভিন বলেন, ‘আমিও আপনার মতো হতে চাই। এ জন্য কী করতে হবে আমাকে?’ জবাবে হাবিব সেদিন বলেছিলেন, ‘চেষ্টা করতে থাকো, কষ্ট করতে থাকো। একদিন হয়ে যাবে।’
এমন কথার ঠিক ১০ বছর পর গেল সপ্তাহে আবারও হাবিবের সঙ্গে দেখা করতে গেলেন এলভিন। তবে এবার আর খালি হাতে নয়। প্রিয় শিল্পীকে শোনাতে নিয়ে গেছেন নিজের কণ্ঠ-সুরে তৈরি করা একটি গান। নাম ‘মায়া লাগে’। যে গানটি শুনে মুগ্ধ ও বিস্মিত হাবিব! এলভিনের কণ্ঠ-সংগীতের অনেক প্রশংসা তো করেছেনই সংগীতাঙ্গনে তাকে স্বাগত জানিয়ে একটি ভিডিও বার্তাও দিয়েছেন হাবিব। যা গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে আপলোড হয়েছে। শুধু তাই নয় ভক্ত এলভিনের গানের প্রশংসা করে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টও করেছেন তিনি।
এদিকে হাবিবের সম্মতি নিয়েই গতকাল (২৯ জানুয়ারি) রাতে গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় এলভিনের প্রথম গান ‘মায়া লাগে’। লোটাস মজুমদারের পরিচালনায় গানটির ভিডিওতে এলভিনের পাশাপাশি মডেল হয়েছেন সালহা নাদিয়া, আফিয়া ও তামুর।
এলভিন বলেন, ‘সবকিছু স্বপ্নের মতো লাগছে। ১০ বছর আগে হাবিব ভাইয়ের সঙ্গে দেখা করার পরই গান করার উৎসাহ পেয়েছি। ১০ বছর পর আমার প্রথম গানটি শুনে তিনি অনেক প্রশংসা করেছেন। এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। আমার গানের নিজস্ব একটা স্টাইল আছে। সেভাবেই কাজ করেছি। আমার বিশ্বাস এই গানটি সবার ভালো লাগবে।’
কুমিল্লার ছেলে এলভিন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এ মিডিয়া স্ট্যাডিস ও জার্নালিজম বিষয়ে পড়ছেন।
শুধু তাই নয়, ২০১৫-২০১৬ সালে স্কলারশিপ নিয়ে ‘বেঙ্গল পরম্পরা বিদ্যালয়’-এ পণ্ডিত উলহাস কশলকরের কাছে টানা দুই বছর খেয়াল শিখেছেন এলভিন। ২০১৬ সালে ‘বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব’-এ ওস্তাদ রশীদ খান ও পণ্ডিত ড. এল সুব্রামানিয়ামের সঙ্গে তানপুরায় সঙ্গত করেছেন।
এলভিনের গান ‘মায়া লাগে’:


/এমএম/
সম্পর্কিত
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!