X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

অস্কার মনোনীতদের জন্য ১ লাখ ডলারের উপহার

বিনোদন ডেস্ক
০৪ মার্চ ২০১৮, ১১:২৮আপডেট : ০৪ মার্চ ২০১৮, ১৩:১৮

অস্কার পুরস্কার প্রতি বছর অস্কার মনোনীতদের উপহারে ভর্তি ব্যাগ দেওয়া হয়। এবারও ব্যতিক্রম হচ্ছে না। সব মিলিয়ে এগুলোর মূল্য ১ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় ৮২ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা!

উপহারের মধ্যে থাকছে- বিনামূল্যে দন্ত চিকিৎসা সেবা, সেলেব্রিটি ট্রেনারের অধীনে প্রশিক্ষণের সুযোগ, হীরা দিয়ে বানানো গলার হার ও অন্যান্য অলঙ্কার, ২৪ ক্যারেট সোনার ফেসিয়াল, বাগানের কমলা, জেরিয়টস ব্র্যান্ডের পানীয় ও ফোবিয়া থেকে স্বস্তির জন্য ১৮ মিনিটের সেশনে অংশগ্রহণের সুযোগ।

এছাড়া তারকারা নিজেদের পছন্দমাফিক প্রাণিনির্ভর চ্যারিটিতে বড় অঙ্কের অনুদান দেওয়ার সুযোগ পাবেন। প্রতিযোগিতার মাধ্যমে এসব ব্যাগ দেওয়ার অনুমোদন পায় বেসরকারি কিছু প্রতিষ্ঠান। অবশ্য অ্যাকাডেমি কর্তৃপক্ষ এসব উপহারকে নিরুৎসাহিত করে থাকে।

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের ৯০তম আসরে সর্বাধিক ১৩টি বিভাগে মনোনয়ন পেয়েছে গুইলেরমো দেল তোরো পরিচালিত ‘দ্য শেপ অব ওয়াটার’। দ্বিতীয় সর্বাধিক ৮টি বিভাগে মনোনীত হয়েছে ক্রিস্টোফার নোলানের ‘ডানকার্ক’। সাতটি মনোনয়ন এসেছে ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি’র ঘরে।

সেরা অভিনেত্রী বিভাগে মনোনীতরা হলেন মেরিল স্ট্রিপ (দ্য পোস্ট), সারশা রোনান (লেডি বার্ড), মার্গট রবি (আই, টনিয়া), ফ্রান্সেস ম্যাকডোর্মেন্ড (থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি), স্যালি হকিন্স (দ্য শেপ অব ওয়াটার)।

সেরা অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়েছেন টিমোথি শালামে (কল মি বাই ইউর নেম), ড্যানিয়েল ডে-লুইস (ফ্যান্টম থ্রেড), ড্যানিয়েল কালুইয়া (গেট আউট), গ্যারি ওল্ডম্যান (ডার্কেস্ট আওয়ার), ডেনজেল ওয়াশিংটন (রোমান জে ইসরায়েল, এস্ক)।

প্রতি বছরের মতো এবারও সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনয়শিল্পী, সেরা প্রামাণ্যচিত্রসহ ২৪টি বিভাগে পুরস্কার প্রদান করবে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। এবারের অস্কারে সেরা ছবির বিভাগে মনোনয়ন পেয়েছে মোট ৯টি ছবি।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে ৯০তম অস্কারের জমকালো আসর বসবে রবিবার (বাংলাদেশ সময় সোমবার ভোর)। এই আয়োজন এবিসি নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে বিশ্বের ২২৫টিরও বেশি দেশে। গতবারের মতো এবারও উপস্থাপনা করবেন জিমি কিমেল।

/জেডএল/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো