X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘পঁচিশে মার্চ’ নিয়ে লুমিনের গান

বিনোদন রিপোর্ট
২৪ মার্চ ২০১৮, ১৪:২১আপডেট : ২৪ মার্চ ২০১৮, ১৪:২৭

লুমিন মাকসুদের বেরিয়ে পড়ার পর ২০০৩ সাল থেকে ফিডব্যাক ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী হিসেবে ভালোই সামাল দিয়ে আসছেন লুমিন। গেল ১৫ বছরে ব্যান্ডের বাইরে খুব বেশি একক গান প্রকাশ করেননি তিনি। দুই তিনটির বেশি তো নয়-ই। যেটা এক কথায় বিস্ময়কর।
কারণ, লুমিন মনে করেন ফিডব্যাক’ই তার প্রধান ঠিকানা। তার ভাষায়, ‘ফিডব্যাকই আমার ভালোবাসা এবং প্রধান আশ্রয়। এই ব্যান্ডের প্রতিটি সদস্যই আমার শ্রদ্ধার মানুষ। তারাই আমার দীক্ষাগুরু। যার ফলে ব্যান্ডের বাইরে গাওয়ার বিশেষ কারণ খুঁজে পাই না। তাই কম গাওয়া হয়।’
তবে আবারও তিনি ব্যান্ডের বাইরে এসে গাইলেন। এবং সেটা দেশের জন্য। গানটির শিরোনাম ‘পঁচিশে মার্চ’। এটি লিখেছেন ঠাকুরগাঁওয়ে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ আর সুর করেছেন সাজেদ ফাতেমী। সংগীতায়োজন করেছেন জে আর সুমন। গানটির ভিডিও নির্মাণ করেছেন তানভির আহমেদ।
বিশেষ এই গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।
ব্যান্ডের বাইরে এসে আবার গান করা প্রসঙ্গে লুমিন বলেন, ‘গানটির গীতিকার লালন আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধু। তাছাড়া এটি একটি দেশের গান। কথাগুলো হৃদয়স্পর্শী। এসব ভাবনা থেকেই গানটি গাওয়া।’
ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ও কন্ঠশিল্পী ধ্রুব গুহ বলেন, ‘‘পঁচিশে মার্চের কালো রাতের অগণিত শহীদসহ মুক্তিযুদ্ধে প্রাণ উৎসর্গকারী সব শহীদের স্মৃতির প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি ‘পঁচিশে মার্চ’ গানটির মাধ্যমে।’’
জানা যায়, আগামী ২৫ মার্চ (রবিবার) ডিএমএস-এর ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে গানটির ভিডিও।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
কান উৎসব ২০২৪কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!