X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

হৃৎপিণ্ডে অস্ত্রোপচারের পর ‘আই অ্যাম ব্যাক’

বিনোদন রিপোর্ট
৩১ মার্চ ২০১৮, ১৭:৪০আপডেট : ৩১ মার্চ ২০১৮, ১৮:০৮

আর্নল্ড শোয়ার্জনেগার হলিউড অভিনেতা ও সাবেক বডিবিল্ডার আর্নল্ড শোয়ার্জনেগারকে বড় পর্দায় শত্রুরা ঘায়েল করতে পারেন না! কিন্তু বাস্তব জীবনে ছুরি-কাঁচির নিচে যেতে হলো তাকে। কারণ তার হৃৎপিণ্ডে অস্ত্রোপচারের মাধ্যমে একটি ভাল্ভ প্রতিস্থাপন করা হয়েছে।
অস্ত্রোপচার শেষে স্থিতিশীল হওয়ার পরই শোয়ার্জনেগারের মুখ থেকে বেরিয়ে এসেছে, ‘আই অ্যাম ব্যাক’। ১৯৮৪ সাল থেকে ‘টার্মিনেটর’ সিরিজের ছবিগুলোতে এটাই তার বিখ্যাত সংলাপ।
ত্রুটিপূর্ণ ভাল্ভ পুনরুদ্ধারের জন্য ১৯৯৭ সালে প্রথমবার পালমনিক ভাল্ভ প্রতিস্থাপন করা হয় শোয়ার্জনেগারের শরীরে। সুস্থতার আশায় ক্যালিফোর্নিয়ার এই সাবেক গভর্নর বেছে নিলেন ক্যাথিটারের মাধ্যমে ভাল্ভ প্রতিস্থাপন। তার মুখপাত্র ড্যানিয়েল কেচেল টুইটারে এসব তথ্য জানান।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে সিডার্স-সিনাই হাসপাতালে গত ২৯ মার্চ শোয়ার্জনেগারের হৃৎপিণ্ডে অস্ত্রোপচার সম্পন্ন হয়। এজন্য লেগেছে কয়েক ঘণ্টা। তিনি এখন সেরে উঠছেন। মুখপাত্র ড্যানিয়েল কেচেল বলেছেন, ‘‘জেগে ওঠার পর শুরুতেই ৭০ বছর বয়সী এই তারকার মুখে শুনেছি, ‘আই অ্যাম ব্যাক’।’’
অস্ট্রিয়ায় জন্ম নেওয়া আর্নল্ড শোয়ার্জনেগার মিস্টার ইউনিভার্স বডিবিল্ডিং প্রতিযোগিতায় পাঁচবার ও মিস্টার অলিম্পিয়ায় সাতবার শিরোপা জিতেছেন। এরপর তিনি যুক্ত হন অভিনয়ে।
জেমস ক্যামেরনের ‘টার্মিনেটর’ সিরিজ ছাড়া শোয়ার্জনেগারের বিখ্যাত ছবির তালিকায় রয়েছে ‘কোনান দ্য বারবারিয়ান’, ‘কমান্ডো’, ‘লাস্ট অ্যাকশন হিরো’, ‘ট্রু লাইস’, ‘দ্য রানিং ম্যান’, ‘দ্য সিক্সথ ডে’, ‘প্রেডাটর’, ‘টুইনস’, ‘টোটাল রিকল’, কিন্ডারগার্টেন কপ’, ‘ইরেজার’ ও ‘দ্য এক্সপেন্ডেবলস’ সিরিজ।
এরপর রাজনীতির ময়দানে পা রাখেন শোয়ার্জনেগার। রিপাবলিকান হিসেবে ২০০৩ থেকে ২০০৬ সালে দু’বার ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচিত হন তিনি।

সূত্র: রয়টার্স, বিবিসি

/জেডএল/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!