X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ধর্ষণ বিতর্ক প্রসঙ্গে মিশা সওদাগর: এটা কোনও বিতর্কই না

ওয়ালিউল বিশ্বাস
০২ এপ্রিল ২০১৮, ১৫:১১আপডেট : ০২ এপ্রিল ২০১৮, ১৭:৫৮

মিশা সওদাগর বেসরকারি টেলিভিশন আরটিভিতে সম্প্রতি প্রচারিত ‘এবং পূর্ণিমা’ অনুষ্ঠানে খলনায়ক মিশা সওদাগর ও চিত্রনায়িকা পূর্ণিমার একটি প্রশ্ন-উত্তর নিয়ে সমালোচনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ অনুষ্ঠানে উপস্থাপক পূর্ণিমা তার অতিথি মিশা সওদাগরকে চলচ্চিত্রে ধর্ষণ দৃশ্যে অভিনয়ের বিষয়ে প্রশ্ন করেন।
গত ২৪ মার্চ প্রচারিত এই অনুষ্ঠানের সঞ্চালক পূর্ণিমা অতিথি মিশা সওদাগরের কাছে জানতে চান, ‘আপনি সিনেমাতে কতবার ধর্ষণ করেছেন? কার সঙ্গে স্বাচ্ছন্দ্যবোধ করতেন ধর্ষণের সিন করতে?’
এতে মিশা উত্তরে জানান, ধর্ষণের অনেক দৃশ্য তাকে করতে হয়েছে। এমনকি এ দৃশ্য করতে যে নায়িকাদের সঙ্গে স্বাচ্ছন্দ্যবোধ করেন তাদের দু-একজনের নামও উল্লেখ করেন মিশা। এরপর তাদের কথোপকথনের এই অংশটির ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। শুরু হয় বিতর্ক।
এবার বিষয়টি নিয়ে বাংলা ট্রিবিউনের কাছে মুখ খুললেন অভিনেতা মিশা সওদাগর। বললেন, ‘এটা কোনও বিষয়ই না। এটা নিয়ে (অনুষ্ঠান) বিতর্কই হতে পারে না। একটা মানুষ প্রশ্ন করলে তো কত প্রশ্নই করে। সে (পূর্ণিমা) একটা প্রশ্ন করেছে, বেচারি। সেটা তো পাণ্ডুলিপিতেই ছিল। আমরা চলচ্চিত্রে যে ধর্ষণের দৃশ্য করি, সেটাও তো পাণ্ডুলিপির দাবিতেই করি। ইচ্ছা করে তো আর করি না।’
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এই সভাপতি শিল্পীদের পক্ষ নিয়ে আরও বললেন, ‘শিল্পীরা চায় বিনোদন দিতে। এটা ছিল একটা মজার শো। একটা কথা মনে রাখতে হবে, কোনও স্বার্থসিদ্ধির জন্য শিল্পীরা কাজ করেন না। তারা রাজনীতি বোঝেন না। তারা মিথ্যা বলেন না। তারা আবেগ দিয়ে চলেন। আর এ অনুষ্ঠান তো এডিট হয়ে তারপর প্রচার হয়েছে। আমাদের অনেক কথাই কেটে ফেলা হয় রেকর্ডেড অনুষ্ঠানে। তাদের (অনুষ্ঠান কর্তৃপক্ষ) উচিত ছিল আরও সাবধান হওয়া।’
আরও যোগ করে তিনি বলেন, ‘অবশ্যই আমরা চাই না অনাকাঙ্ক্ষিত কিছু ঘটুক। আর এ বিতর্ক নিয়ে আমার উত্তর দেওয়াটা সঠিক নয় বলে মনে করছি। এ বিষয়ে যারা প্রশ্ন করেছেন, যারা আয়োজন করেছেন, তাদেরই উত্তর দেওয়া উচিত। আমি তো অতিথি মাত্র। আমাকে যা প্রশ্ন করা হবে সেটার উত্তর দেওয়ার চেষ্টা করবো।’

সম্পর্কিত সংবাদ:

দুঃখ প্রকাশ করে পূর্ণিমা বললেন: ব্যক্তিগত রেষারেষি থেকে ভিডিওটি ছড়ানো হয়েছে

টিভি চ্যানেলের অনুষ্ঠানে ধর্ষণ নিয়ে হাস্যরস, সমালোচনার ঝড়

/এমএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!